এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলাকে এত দুর্বল ভাবেন কেন? বাংলাকে নিয়ে গর্ববোধ করুন, নিজেকে নিয়ে গর্ববোধ করুন: মমতা

বাংলাকে এত দুর্বল ভাবেন কেন? বাংলাকে নিয়ে গর্ববোধ করুন, নিজেকে নিয়ে গর্ববোধ করুন: মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গল এবং বুধবার দেশের সমস্ত রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আশ্চর্যজনকভাবে বুধবার এই বৈঠকে বাংলার অংশগ্রহণের কথা থাকলেও, সেখানে বক্তার তালিকায় নাম ছিল না বাংলার। যার ফলে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হলেও, বক্তার তালিকায় নাম না থাকায় রীতিমতো অপমানিত বোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর।

পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সেই কারণে উপস্থিত থাকতে দেখা যায়নি তাকে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে এই বিষয়কে বাংলার প্রতি কেন্দ্রের বিমাতাসুলভ আচরণ বলে তুলে ধরা হয়েছে। আর এবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের বৈঠক নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন বাংলাকে তুলে ধরে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “হয়ত তারা প্রয়োজন মনে করেননি, তাই ডাকেননি। এই নিয়ে ঝগড়া করার কোনো কারণ নেই। এখন আমি মনে করি মানুষের স্বার্থে লড়াই করাটাই সব থেকে বড় কাজ। একটা মিটিংয়ে গেলাম বা না গেলাম, তাতে কি বাংলার ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে! বাংলাকে এত দুর্বল ভাবেন কেন! বাংলার মানুষ সম্মান নিয়ে বাঁচতে জানে। মাথা উঁচু করে চলতে জানে।” অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি নাম না করে কেন্দ্রের ভিডিও কনফারেন্সের বৈঠকে বাংলার নাম না থাকা নিয়ে জবাব দিয়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, বাংলাকে কেউ যদি তার কথা বলতে না দেয়, তাহলে বাংলা কারো পরোয়া করে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না। আমরা মাথা উঁচু করে চলি। রবীন্দ্রনাথের কবিতা মনে রাখবেন, চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির। বাংলা ডাক পায়নি তো কি আছে! এমনতো হতেই পারে, বাংলা একদিন সবাইকে ডাকবে। নিজের যেটা আছে, সেটা নিয়ে গর্ব করুন। কখনও নিজেকে দুর্বল ভাববেন না।” ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন কেন্দ্রকে এর পরিপ্রেক্ষিতে জবাব দিলেন ঠিক তেমনই তিনি এখন এই ব্যাপারে কোনো বিতর্কিত মন্তব্য করতে চাইলেন না।

অর্থাৎ তিনি এক ঢিলে দুই পাখি মেরে বুঝিয়ে দিলেন, বাংলা যেমন সেরার সেরা, ঠিক তেমনই বর্তমান পরিস্থিতি যে তরজার পরিস্থিতি নয়, তাও সকলকে বোঝানোর চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান। কেন্দ্রের পক্ষ থেকে বাংলাকে বলতে না দেওয়া হলেও এখনই যে তিনি কেন্দ্রের সাথে কোনো রকম রাজনৈতিক তরজা জড়াবেন না, তা নিজের বক্তব্য থেকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!