এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার তাজমহলের গেট ভাঙার অভিযোগ উঠলো বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে

এবার তাজমহলের গেট ভাঙার অভিযোগ উঠলো বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে

লোকসভা ভোটের আগে একের পর এক বিতর্কে জড়াচ্ছে পদ্মশিবির। এর সমান্তরালে অভিযোগও কম নেই গেরুয়া পার্টির বিরুদ্ধে। এবার প্রতিবাদ উঠলো বিশ্ব হিন্দু পরিষদের এর তরফ থেকে। আসুন জেনে নেওয়া যাক কী সেই মূল কারণ? রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাজমহলের পশ্চিমদিকে দর্শনার্থীদের প্রবেশের সুবিধার্থে একটি প্রবেশদ্বার তৈরি করছে। কিন্তু এই প্রবেশদ্বার তৈরি করাতে বন্ধ হবার উপক্রম হবে ৪০০ বছরের পুরানো এক হিন্দু মন্দিরে ঢোকার পথ। এই কারণেই গর্জে ওঠে হিন্দু পরিষদকর্তারা। তাজমহলের প্রবেশদ্বারের জন্য কেন তাঁদের প্রাচীন এই হিন্দু মন্দিরকে উপেক্ষা করা হচ্ছে? এটা মেনে নিতে নারাজ তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে এএসআই কর্তাদের তরফ থেকে জানা গেছে যে আগে থেকেই নাকি পরিবেশ দূষণের পাশাপাশি একাধিক কারণে তাজমহলকে টিকিয়ে রাখতে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। আর পশ্চিমপ্রান্তের প্রবেশদ্বার করা হবে তাঁর ফতোয়া নাকি অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিলো।কিন্তু তাঁদের সাফাইতে ক্ষুব্ধ ভিএইচপি সমর্থকরা। তাঁরা কিছুতেই পুরানো মন্দিরের প্রবেশপথ এর জেরে বন্ধ হওয়া মেনে নিতে পারছেন না। তাই এদিন তাজমহলের সামনে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে জমায়েত হয় তিরিশ জন হিন্দু পরিষদ সমর্থকরা। দাবী তাঁদের একটাই তাজমহলের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। এর জেরে তাঁরা বিক্ষোভকালীন কর্মসূচিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফের গেচের সরঞ্জাম, মেটার ডিটেক্টর এছাড়াও বহু প্রয়োজনীয় দ্রব্য ভেঙে ধূলিসাৎ করে। ভিএইচভির এই হিংসাত্মক কর্মকান্ডের জন্য এএসআই কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে আর কিছু প্রকাশ্যে এবং বিস্তারে জানাতে মুখ খোলেননি এএসআই আধিকারিকরা। এমনটাই জানা গেছে জনসত্তা নামক একটি হিন্দিভাষী সংবাদপত্রের সূত্র থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!