এখন পড়ছেন
হোম > রাজ্য > দলের জন্য জেল খেটেও দলের সাহায্য না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মীরা

দলের জন্য জেল খেটেও দলের সাহায্য না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বিজেপি কর্মীরা


এবার গেরুয়া শিবিরেরও লাগল আগুন। পঞ্চায়েত ভোটে মনোনয়ন আর সেই মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মৃত এক ব্যাক্তির পরিবারকে সাহায্য করা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হল বিজেপির অন্দরে। এমনকী জেলবন্দীদের সাহায্যের নাম করে ডাকা হলেও কোনোরুপ সাহায্যই করেনি নেতৃত্বরা। এমনকী রাজ্যের নেতাদের কিছু না জানিয়েই যূব মোর্চার রাজ্য সম্পাদক এলাকায় গোষ্টীদ্বন্দ্বও তৈরি করছে বলে অভিযোগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রে খবর, গত রবিবার বীরভূম জেলায় আসেন বিজেপির রাজ্যের সাধরন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। কথা ছিল পঞ্চায়েত সদস্যদের সাথে দেখা করবেন তিনি। কিন্তু বাস্তবে যারা দলের জন্য জেল খাটলেপ তাদের সাথে দেখা না করে পথ দুর্ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারকে দু লক্ষ টাকা সাহায্য দিয়ে বিতর্ক উসকে দেন। এদিকে দলের কর্মীদের সাহায্য না দেওয়ায় বিতর্কে সৃষ্টি হওয়ায় সেই উত্তাপ সামলাতে মাঠে নামেন রাজ্য বিজেপির যুবমোর্চার সম্পাদক ধ্রুব সাহা। এদিন তিনি বলেন, ” রাজ্য নেতৃত্বের আসার কথা জানালেও কোনো সাহায্যের কথা জানানো হয়নি। তাই যারা সাহায্য পাওয়ার কথা বলছেন তাঁরা মিথ্যে বলছেন। সূত্রের খবর, রাজ্য নেতা আসার খবর জানেনই না জেলা বিজেপি নেতা কর্মীরা। যা নিয়ে চরম মতানৈক্য তৈরি হয় তৈরি হয় জেলা বিজেপিতে। নলহাটির বাসিন্দা তথা জেলা বিজেপি সম্পাদক অনিল সিংহ বলেন, ” রাজ্য নেতৃত্ব আসার ব্যাপারে কিছুই জানানো হয়নি তাঁদের।” এদিকে পথ দুর্ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারকে টাকা দেওয়া প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ন রায় বলেন, ” ওই পরিবার সাহায্য চেয়েছিল।তাই তাঁদের সাহায্য করা হয়েছে।”
তবে সব মিলিয়ে বীরভূম জেলা বিজেপিতে চরম কোন্দল শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!