এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির সঙ্গে সংঘাতের পরিবর্তে সমঝোতার বার্তা এবার শিবসেনা বিধায়কের

বিজেপির সঙ্গে সংঘাতের পরিবর্তে সমঝোতার বার্তা এবার শিবসেনা বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দু’বছর ধরে চলা বিজেপির সঙ্গে তীব্র সঙ্ঘাতের পর এবার কিছুটা সুর নরম শিবসেনার। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। এরপর প্রধানমন্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছিল শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে। আর এবার বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সমঝোতার বার্তা দিয়ে চিঠি লিখলেন শিবসেনা বিধায়ক প্রতাপসর নায়েক।

সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে একটি চিঠি দিয়েছেন ঠানের শিবসেনা বিধায়ক প্রতাপসর নায়েক। এই চিঠিতে তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বের উপড়ে তাঁদের আস্থা ও বিশ্বাস আছে। কিন্তু কংগ্রেস ও এনসিপি শিবসেনাকে দুর্বল করে দেবার চেষ্টায় আছে। তাই তিনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছাকাছি যেতে পারেন, ফের যদি শিবসেনা ও বিজেপি একসঙ্গে আসতে পারে, তবে শিবসেনা দল ও দলের কর্মীদের জন্য তা ভালো হবে বলেই, বিশ্বাস করছেন তিনি। তিনি আরো জানিয়েছেন যে, কংগ্রেস, এনসিপি নিজেদের মুখ্যমন্ত্রী চাইছে। কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছে এককভাবে লড়াই করার। এই অবস্থায় বিজেপির সঙ্গে আপোষ মীমাংসার পরামর্শ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে , আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগে গত বছরের শেষদিকে তাঁর বাড়িতে ইডি র তল্লাশি চলে। একটি সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার সংস্থা সহ বেশ কিছু কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগ উঠেছিল। তবে, এ প্রসঙ্গে বিধায়কের দাবি, এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। তিনি জানিয়েছেন, কংগ্রেস, এনসিপির কোন নেতাদের পেছনে কোন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হয়নি। তাই এর পেছনে কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদত থাকতে পারে বলে, মনে করছেন তিনি। তাই বিজেপির সঙ্গে সম্পর্ক ভালো করার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে, তাঁর এই চিঠির বিষয়ে বিশেষ কোনো বক্তব্য রাখে নি শিবসেনা। এ প্রসঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন যে, একজন বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। সে ব্যাপারে তিনি আর কি বলতে পারেন? কিন্তু চিঠি যদি সত্যি হয়, তবে তিনি বলবেন আঘাদি বিধায়কদের বিরক্ত করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। প্রসঙ্গত, বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী ছিল শিবসেনা। তবে ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর জোট থেকে বেরিয়ে যায় শিবসেনা। এরপর বিজেপির সঙ্গে ক্রমাগত সংঘাত চলছে শিবসেনার। একের পর এক বিষয় নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করতে দেখা গেছে শিবসেনাকে। তবে এর মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্ভব ঠাকরের বৈঠক হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রশংসা করতে দেখা গেছে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!