এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের মধ্যবিত্তের পকেটে কোপ! ঘুরপথে বাড়তে চলেছে রেলভাড়া

ফের মধ্যবিত্তের পকেটে কোপ! ঘুরপথে বাড়তে চলেছে রেলভাড়া

‘আচ্ছে দিনের’ স্বপ্ন ফেরি করে ক্ষমতায় এলেও আরো একবার জনমোহিনী না হয়ে কড়া দাওয়ায় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলে ফের ঘুরপথে ভাড়া বাড়তে চলেছে দূরপাল্লার ট্রেনগুলির। ট্রেনের গতি বাড়িয়ে যাত্রাপথের সময় কমাতে চাইছে রেল, আর তাই এক্সপ্রেস ট্রেনগুলিকে সুপারফাস্ট ট্রেনের ‘মর্যাদা’ দিয়ে ভাড়া বৃদ্ধির নতুন প্রস্তাব আনতে চলেছে ভারতীয় রেল।
সূত্রের খবর, এই মর্মে প্রায় ৫০টি ট্রেনের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। একধাক্কায় স্লিপার ক্লাসে বাড়তে পারে ৩০ টাকা আর এসি থ্রি টায়ার ও এসি টু টায়ারে ৪৫ টাকা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে রেল বোর্ডের কাছে। আগামী মাসেই রেল বোর্ডের বৈঠকে এই ভাড়া বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর পড়তে চলেছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!