এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, এবার এফআইআর দায়ের অধিকারী পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে

Breaking News, এবার এফআইআর দায়ের অধিকারী পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অধিকারী পরিবারের দুই সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি ত্রাণ চুরির অভিযোগ আনা হয়েছে। কাঁথি থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, নিজের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সরকারি ত্রাণ সামগ্রী লুঠ করেছেন শুভেন্দু অধিকারী।

সম্প্রতি, কাঁথির পুর প্রশাসক মন্ডলীর সদস্য রত্নদ্বীপ মান্না অধিকারী পরিবারের দুজন সদস্য শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন। অভিযোগ করা হয়েছে, নিজের প্রভাবকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় যশের ত্রাণ চুরি করিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করা হয়েছে কাঁথি পুরসভার পুরনো বিল্ডিং, যেখানে গুদামঘর রয়েছে, সেই গুদাম ঘরে কাজ করতে গিয়েছিলেন এক কর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে গিয়ে তিনি দেখতে পেয়েছেন যে, গুদাম ঘরের সামনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ত্রিপল বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুত তিনি কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলির দুজন সদস্য হাবিবুর রহমান ও রত্নদ্বীপ মান্না। অভিযোগ করা হয়েছে, নিজের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সকলের অলক্ষ্যে এই কাজ করেছেন শুভেন্দু অধিকারী। এরপর তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে থানায়।

অন্যদিকে, গতকাল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাখাল বেরাকে গ্রেফতার করেছে মানিকতলায় থানার পুলিশ। অভিযোগ উঠেছে, সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে অর্থ লোপাট করা হয়েছে। এই ঘটনায় অপর অভিযুক্ত চঞ্চল নন্দীকে খুঁজছে পুলিশ। রাখাল বেরাকে গতকাল শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!