এখন পড়ছেন
হোম > জাতীয় > বামেদের দেখানো পথেই ত্রিপুরা শাসনের পরিকল্পনায় গেরুয়া শিবির

বামেদের দেখানো পথেই ত্রিপুরা শাসনের পরিকল্পনায় গেরুয়া শিবির

আচমকা গেরুয়া ঝড়ে ত্রিপুরার সিপিএম নেতারা বেশ খানিকটা বিপর্যস্ত । এটা কেবলমাত্র রাজনৈতিক ভাবেই বিপর্যস্ততা নয় তাদের বসবাসযোগ্য স্থানের ও অভাব দেখা যাচ্ছে। মানিক সরকারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সাহিদ চৌধুরী, মানিক দে, ভানুলাল সাহা, নরেশ জমাতিয়া, অঘোর দেববর্মা বা রতন ভৌমিকের মতো নেতৃবৃন্দের বসবাসের জায়গা ছিলো সরকারি কোয়ার্টার। এখন ক্ষমতা হারিয়ে তাদের বসবাসের কোয়ার্টার ও ছেড়ে দিতে হয়েছে। বিজেপির তান্ডবে ভাঙা পরেছে বহু সিপিএম পার্টি অফিস। কাজেই সেগুলোও বসবাসের যোগ্য নেই। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ জানালেন, ”পার্টি অফিসগুলোর যা অবস্থা এখন! কোথায় কে থাকবে, জানি না।” বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার ,তাঁর পূর্ববর্তী মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর পথ অনুসরণ করে পার্টি অফিসে উঠে যাচ্ছেন। রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অবশ্য বলেছেন , ”ওঁরা ওঁদের মতো করে ত্রিপুরার জন্য ভাল কাজ করার চেষ্টা করেছিলেন। সাধারণ ভাবে থাকতেন। নতুন সরকার চালানোর সময়ে এই রকম বামপন্থী মানুষদের সহযোগিতা চাইব।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!