এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূলে প্রত্যাবর্তনে উদ্যোগী দলের নেতা-নেত্রীদের কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

তৃণমূলে প্রত্যাবর্তনে উদ্যোগী দলের নেতা-নেত্রীদের কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের পূর্বে রাজ্যের শাসক দল তৃণমূলে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছিল। তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা-নেত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে শুরু করেছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পরেই উল্টো স্রোত শুরু হয়েছে। তৃণমূল থেকে বিজেপিতে আসা একের পর এক নেতা- নেত্রী আবার তৃণমূলের ফিরে যাবার উদ্যোগ নিতে শুরু করেছেন। আবার অনেকে দলে থেকেও বেসুরো হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তনে উদ্যোগী নেতা-নেত্রীদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সম্প্রতি বিজেপি ছেড়ে আবার তৃণমূল ফিরে যাবার উদ্যোগ নিয়েছেন সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, অমল আচার্য, সরলা মুর্মু, ধরিত্রীমোহন রায় সহ আরো অনেকে। আবার, মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় দলের প্রতি বেসুরো বক্তব্য রেখেছেন, পক্ষান্তরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এরপর দলের প্রতি কিছুটা বেসুরো মন্তব্য করেছেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, কিছুদিন আগে তাঁর মাতৃবিয়োগের পর তাঁকে সমবেদনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ একাধিক তৃণমূল নেতা। কিন্তু বিজেপির স্থানীয় নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ করলেও, যোগাযোগ করেননি রাজ্য নেতারা। তবে, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখরা তাঁর খোঁজ নিয়েছেন। এখনই তিনি দল পরিবর্তনের কথা ভাবছেন না। তবে, সম্প্রতি তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন।

এবার তৃণমূলে ফিরতে চাওয়া নেতা-নেত্রীদের সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, যারা সুবিধা ছাড়া থাকতে পারেন না, যারাই তৃণমূলে ফিরে যাবার চেষ্টা করছেন। আবার, অনেকেই বলছেন যে, তৃণমূল থেকে অধিক পরিমাণ নেতা-নেত্রীদের দলে যোগদান করাবার কারণে বিজেপির পরাজয় ঘটেছে। তবে, এই দাবি মেনে নেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, দলকে বড় করতে তৃণমূল থেকে আসা নেতাদের দলে নেওয়া হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!