এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য সভাপতি নিয়ে বড় ঘোষণা বঙ্গ বিজেপির

রাজ্য সভাপতি নিয়ে বড় ঘোষণা বঙ্গ বিজেপির

গত কয়েকদিন ধরেই বাতাসে গুঞ্জন বাংলায় বিজেপির রাজ্যসভাপতি হিসাবে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে নতুন কেউ সেই দায়িত্ত্ব নিতে পারেন। আর সেই নাম নিয়ে জল্পনার অন্ত ছিল না। দিলীপ ঘোষের বিকল্প হিসাবে দলে সদ্য যোগ দেওয়া এক দাপুটে নেতা থেকে, দলের প্রাক্তন বিধায়ক বা অন্যান্য রাজ্যে সংগঠন সামলানো আরএসএস ঘনিষ্ঠ একাধিক নাম ভেসে ওঠে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্বের তরফে পশ্চিমবঙ্গের দায়িত্ত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয় গতকাল স্পষ্ট করেছেন, রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষই থাকছেন। রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং আগামী বছর লোকসভার পাশাপাশি পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচনেও (২০২১ সালে) রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষই থাকবেন।

প্রসঙ্গত, এবছরেই বর্তমান রাজ্য সভাপতি হিসাবে প্রথম বারের কার্যকাল শেষ করবেন দিলীপ ঘোষ। তাঁর জামানায় বিজেপি রেকর্ড সংখ্যক ৩ জন বিধায়ক পেয়েছে, প্রতিটা নির্বাচনেই নিজেদের ভোট বাড়িয়েছে, এমনকি অন্যান্য দলের বিক্ষুব্ধদের দলে জায়গা করে দিয়ে দলীয় সংগঠনও পোক্ত করেছেন। আর তাই গতকালের কোর কমিটির বৈঠক শেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, তাঁর নেতৃত্বেই রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কঠিন পরিক্ষা দেবে রাজ্য বিজেপি। শুধু তাই নয়, আগামী ২০২১ সাল পর্যন্ত যে দিলীপ ঘোষই বিজেপির রাজ্য সভাপতি থাকতে চলেছেন সেকথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!