এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বিবেকানন্দের ১২০ ফুটের মূর্তি বানাতে চায় বিজেপি সরকার, আটকাতে মরিয়া বিরোধীরা!

এবার বিবেকানন্দের ১২০ ফুটের মূর্তি বানাতে চায় বিজেপি সরকার, আটকাতে মরিয়া বিরোধীরা!


সারাদেশ করোনা সংক্রমণের কারণে রীতিমতো তটস্থ হয়ে আছে। যত দিন যাচ্ছে, সংক্রামিতর সংখ্যা ততই বেড়ে চলেছে। ইতিমধ্যে ভারত সারাবিশ্বে করোনার নিরিখে অষ্টম স্থানে উঠে এসেছে বলে জানা গেছে। প্রায় প্রতিদিন করোনা আক্রান্তের রেকর্ড ভেঙে চলেছে। এই অবস্থায় কর্ণাটক সরকারের নতুন সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যেখানে সারাদেশের বিভিন্ন রাজ্য সরকার করোনার কারণে রীতিমত নাজেহাল হয়ে পড়ছে, ঠিক সেসময় কর্ণাটক সরকারের নতুন সিদ্ধান্তে শোরগোল শুরু হয়েছে।

সূত্রের খবর, এবার স্ট্যাচু অফ ইউনিটির আদলে কর্ণাটক সরকার একটি স্বামী বিবেকানন্দের একশো কুড়ি ফুট উচ্চতার মূর্তি বসাতে চাইছে। জানা গেছে, প্রায় 3 একর জমির উপর এই মূর্তি বসানো হবে। কংগ্রেস এবং পরিবেশবিদদের আপত্তিতে আপাতত মূর্তি বসানো সিদ্ধান্তটি কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে রাজ্যের আবাসনমন্ত্রী ভি সোমান্না জানিয়ে দিয়েছিলেন, এই বিশাল আকারের মূর্তি বসবে বান্নেরঘাট্টা ন্যাশনাল পার্ক থেকে প্রায় ১০ কিমি দূরে মুথালিয়া মাদুভি জলপ্রপাতের পার্শ্ববর্তী অঞ্চলে।

জানা গেছে, 2018 সালে যেভাবে গুজরাটে 597 ফুট দীর্ঘ সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি বসেছিল, ঠিক সেভাবেই এবার দীর্ঘ উচ্চতার স্বামী বিবেকানন্দের মূর্তি বসতে চলেছিল কর্নাটকে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কর্ণাটকের কংগ্রেস দল। কর্ণাটক সরকারের আবাসনমন্ত্রী পুরো প্রকল্পের সম্পূর্ণ রূপরেখা আগামী 15 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সরকারের সিদ্ধান্তকে পরিবেশবিদরা এবং কংগ্রেস একযোগে নাকচ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেসের মতে দেশের সংকটজনক মুহূর্তে কর্ণাটক সরকার সঠিক বিষয়ের ওপর গুরুত্ব না দিয়ে ভুল বিষয়ের উপরে তাঁদের মনোযোগ কেন্দ্রীভূত করছে। এদিন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, কর্ণাটক সরকার এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক বা রাজ্যের কৃষক শ্রেণী- কাউকে নিয়ে একটি বৈঠক পর্যন্ত করেননি। এমনকি রাজ্যের অসহায় মানুষদের কাছে কর্ণাটক সরকারের তরফে একটি অর্থও পৌঁছায়নি বলে দাবী করেন তিনি। অন্যদিকে সরকারি সিদ্ধান্তকে রীতিমত হিমঘরে পাঠানোর দাবি তুলেছে পরিবেশবিদরা। তাঁদের মতে বিভিন্ন জায়গা জুড়ে এই সুউচ্চ মূর্তি স্থাপন করলে জমির চরিত্রগত পরিবর্তন দেখা দিতে পারে।

অন্যদিকে পরিবেশবিদরা বেগুর লেকে যেকোনো রকম কাজকর্মের ওপর হাইকোর্টের সাম্প্রতিকতম যে নিষেধাজ্ঞা রয়েছে, সে কথা মনে করিয়ে দিলেন। কর্ণাটক সরকারের হঠাৎ করে মূর্তি বসানোর পরিকল্পনা ঘিরে যথেষ্ট রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। সেই পরিস্থিতিতে সুউচ্চ মূর্তি স্থাপন করলে অবশ্যই দেশের সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। যদিও এখনো পর্যন্ত কর্নাটক বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় বিজেপি দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আপাতত মূর্তি বসানো নিয়ে কতদূর রাজনৈতিক জল গড়ায় সেদিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!