এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য সরকারের নির্দেশিকায় এক ধাক্কায় বাতিল ৪ হাজার উর্দু শিক্ষকের নিয়োগ,শুরু তীব্র বিতর্ক

রাজ্য সরকারের নির্দেশিকায় এক ধাক্কায় বাতিল ৪ হাজার উর্দু শিক্ষকের নিয়োগ,শুরু তীব্র বিতর্ক

মাথায় হাত যোগীর রাজ্যের উর্দু শিক্ষকদের। রাজ্য প্রশাসনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বিগত সরকারের আমলের ৪০০০ উর্দু শিক্ষকের নিয়োগ বাতিল করে দেয় উত্তরপ্রদেশ সরকার। প্রশাসনের তরফ থেকে রাজ্যের বেসিক এডুকেশান ডিপার্টমেন্টের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার এই ঘোষণাটি করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হিসাবে জানিয়েছেন,রাজ্য পর্যাপ্ত উর্দু শিক্ষক রয়েছে। আর উর্দু শিক্ষকের প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত নিয়ে তিনি আসলে প্রতিপক্ষ দলগুলোর ধর্মনিরপেক্ষতাকে ঢাল হিসাবে ব্যবহার করে তোষণের রাজনীতির মূলে আঘাত করলেন,এমনটাই মনে করছেন ওয়াকিবহালমহল।

মোট ১৬ হাজার ৪৬০ জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিল তৎকালীন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এর মধ্যে এক চতুর্থাংশ অর্থাৎ চার হাজার উর্দু শিক্ষক ছিল। ২০১৬ সালের ডিসেম্বরের ১৫ তারিখ উর্দু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল তৎকালীন উত্তরপ্রদেশ সরকার। ২৩ ডিসেম্বর থেকে ২০১৭ এর জানুয়ারী অব্দি অনলাইনে আবেদন করার প্রক্রিয়া চলতে থাকে। পরীক্ষা নেওয়ার পর মার্চ মাস থেকেই শুরু হয় কাউন্সিলিং। আর সেইসময়ই বিপত্তি শুরু হয় উত্তরপ্রদেশের রাজ্য সরকার বদলে যাওয়ার ফলে। সপাকে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ উর্দু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেন। নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ায় আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। হাইকোর্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্টকে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিলে তড়িঘড়ি করে যোগীর মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহনের আগেই অখিলেশ যাদবের সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষকদের নিয়োগপত্র দিয়ে দেন। কিন্তু এখন যোগীর সরকার পুরো ব্যাপার জানার পরেই এই নিয়োগ বাতিল করে সেই খালি পদে অন্য বিষয়ের শিক্ষক নিতে চলেছে।

 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,কিছুদিন আগে এ রাজ্যেও দাড়িভিট স্কুলে বাংলার পরিবর্তে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তুলকালাম কান্ড বেঁধে গিয়েছিল। ছাত্র আন্দোলনের জেরে সেই উর্দু শিক্ষক নিয়োগই বাতিল হয়ে গিয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে প্রান যায় দুটি ছাত্রের। সেই একইরকম তোষণনীতির প্রতিফলন ঘটল উত্তরপ্রদেশেও। যোগীজির দাবী,শুধুমাত্র একটি সম্প্রদায়কে তুষ্ট করতে ইচ্ছে করে শূন্য পদ তৈরি করেছিল অখিলেশ যাদবের সরকার। কিন্তু বিজেপি তোষণের রাজনীতি করে না। তাই বিজেপি সরকারের আমলে এধরণের রাজনীতি বরদাস্ত করা হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!