এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরেও কি মমতার সারথি অভিষেক? কর্মসূচি ঘিরে জল্পনা!

ভবানীপুরেও কি মমতার সারথি অভিষেক? কর্মসূচি ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্র ভবানীপুর। তৃণমূল কার্যত নিশ্চিত, এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তা সত্বেও প্রচার প্রক্রিয়ায় বিন্দুমাত্র ফাঁকফোকর রাখতে নারাজ ঘাসফুল শিবির। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের জামানত বাজেয়াপ্ত করতে প্রতি মুহূর্তে সোচ্চার হতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীদের। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজের পিসিকে জেতাতে ময়দানে নামবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন তৈরি হয়েছিল। সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন প্রচারে দেখা যাচ্ছে না, তা নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। অবশেষে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামছে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সূত্রের খবর, আগামী 18 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষীনারায়ন মন্দিরের অডিটোরিয়ামে বেশকিছু ভোটারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। আর সেখানেই উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে সেভাবে বড় মিটিং, মিছিল করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তাই ছোট ছোট ঘরোয়া আলোচনা সভার মধ্যে দিয়ে তৃণমূল তাদের প্রস্তুতি সেরে রাখতে চাইছে। আর এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে ঘরোয়া আলোচনায় যোগ দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচার করতে দেখা গেলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল। কেন তাকে সেভাবে প্রচার প্রক্রিয়ায় দেখা যাচ্ছে না, তা নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছিলেন। তবে অবশেষে তিনি যে এবার ময়দানে নামতে চলেছেন, তা স্পষ্ট হয়ে গেল। সংশ্লিষ্ট এই এলাকার ভোটারদের সঙ্গে আলোচনা করে তাদের মন জয় করার চেষ্টা করবেন তৃণমূলের অঘোষিত সেকেন্ড-ইন-কমান্ড বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামী 18 সেপ্টেম্বর ময়দানে নামতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!