এখন পড়ছেন
হোম > রাজ্য > গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি এবার খোদ তৃণমূল পার্টি অফিসেই, আতঙ্কিত এলাকাবাসী

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি এবার খোদ তৃণমূল পার্টি অফিসেই, আতঙ্কিত এলাকাবাসী

শাসকদলের পার্টিঅফিসে বোমা বাজি। আর এই ঘটনায় শাসকদলের একাংশ অভিযোগ তুলছেন সেই শাসকদলের দিকেই। ফলে এই অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে এখন উত্তপ্ত পরিস্থিতি গলসির পুরষা এলাকায়। সূত্রের খবর, গত বুধবার বিকেলে এই গলসির পুরষায় নিজেদের কার্যালয়ের সামনে অসমের বাঙালি নিধনের প্রতিবাদে একটি ধিক্কার দিবস পালন করেন ব্লক তৃণমূল নেতৃত্ব।

অভিযোগ, সেই দিনই গভীর রাতে কিছু দুষ্কৃতী সেই পার্টি অফিসে বোমা ছোড়ে। আর এই বোমার শব্দে এলাকাবাসীরা লাঠি নিয়ে দুষ্কৃতীদের তাড়া করলে সেই দুষ্কৃতীরা পালিয়ে যায় ঠিকই, তবে লাঠির আঘাতে ভেঙে যায় তাদের গাড়ির কাচ।

অন্যদিকে পার্টি অফিসে হামলা চালানো পরই সেই একই রাতে তৃণমূলের গ্রাম কমিটির সভাপতির বাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিকে পরদিন সকালে সেই কাচ ভাঙা গাড়িটি শাসকদলের পোতনা-পুরষা অঞ্চলের প্রধান বিলকিস বেগমের স্বামী ও তার দাদা বাগবুল ইসলামের হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।

আর এরপরই সেই বিলকিস বেগমের প্ররোচনাতেই দলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে এই অভিযোগে স্থানীয় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে সেই হোটেলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। তবে দলের অফিসে ভাঙচুর চালানো তো দূরঅস্ত, হোটেলের সামনে গাড়িটি কেউ বা কারা চক্রান্ত করে তাদের ফাঁসানোর জন্য রেখেছে বলে জানান এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে দলের পার্টি অফিস যে বা যারা এইভাবে পুড়িয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ওমর ফারুক। পাশাপাশি এই ঘটনায় থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আশ্বাস দিয়েছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!