এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বেশি বার যেন না বাড়ে..” আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের ছিচকে নেতাদের হুশিয়ারি দিলীপের!

“বেশি বার যেন না বাড়ে..” আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের ছিচকে নেতাদের হুশিয়ারি দিলীপের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-চোখের সামনে তিনি দেখছেন, তার দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। ফলে চুপচাপ তিনি নেতা হয়ে বসে থাকবেন, এটা তো হতে পারে না। অনেক তৃণমূলের দাদাগিরি সহ্য করেছেন। কিন্তু এবার সেই দিন শেষ হয়ে এসেছে। তাই নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমাতেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দিলীপ ঘোষ তৃণমূলকে নিজের দম দেখিয়ে দিলেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষের কাছে খবর আসছিল যে, তার দলের কর্মীদের ওপর অত্যাচার করছেন তৃণমূল কর্মীরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তিনি এদিন নিজের লোকসভা কেন্দ্রের সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে যান। যেখানে তিনি পৌঁছে যাওয়ার সাথে সাথেই তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তবে সামনে এসে সেই স্লোগান দেওয়ার মত ক্ষমতা হয়নি তৃণমূলের ছিচকে নেতাদের।

যার পরিপ্রেক্ষিতে কটাক্ষ ছুঁড়ে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “ভোটে ওদের গো ব্যাক করে দেবে সাধারণ মানুষ। বেশ কিছুদিন ধরে আমি খবর পাচ্ছিলাম, কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে। সেই কারণে আমি একটু দেখে গেলাম। ওদেরকে শুধু বলে গেলাম, বেশি বার যেন না বাড়ে।” অর্থাৎ বিজেপি কর্মীর আক্রান্ত হলে তিনি যে অন্তত তৃণমূলকে ছেড়ে কথা বলবেন না তা স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। তাই এরপরে অন্তত শান্তিপূর্ণ চেহারা মেনে চলা উচিত তৃণমূল কর্মীদের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!