এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের ,তবে কি জোট হচ্ছে ?জল্পনা তুঙ্গে

মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের ,তবে কি জোট হচ্ছে ?জল্পনা তুঙ্গে

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী যার সাথে তাঁর সম্পর্ক মোটেই ভালো নয় তাকেই এবার লিখলেন চিঠি যা নিয়ে জোর জল্পনা রাজনৈতিকমহলে। সদ্য বামেট কংগ্রেসের হাত ছেড়েছেন। আর জোট সম্ভব নোই
আর তাছাড়া কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী,সোনিয়া গান্ধীর সাথে যথেষ্ট সখ্যতা আছে মমতার।তাই জোট না হওয়ার কিছু নেই। অন্যদিকে যতই না পাষান্ড থাকে না কেন রাহুকল গান্ধী তাকেই আবার সভাপতি করেছেন ফলে রাহুল যদি তাঁকে কোনো নির্দেশ দেন তবে তিনি সেই নির্দেশ মানাতে বাধ্য।তাই রাজনৈতিকমহলে ধারণা যে তবে কি সেই জোট নিয়েই সিচিঠি লিখেছেন তিনি। জানা গেছে চিঠিতে লেখা আছে যে অধীরবাবুর বাড়ির সামনে তারস্বরে মাইক বাজানো নিয়ে শুধু তিনি নন গোটা পাড়া বিরক্ত। পুলিশ অনুষ্ঠান করছে ডিজে বাজিয়ে।ফলে ডিজে-র বিকট আওয়াজে ঘুম ছুটেছে এলাকাবাসীর। পুলিশের অনুষ্ঠান বলে পুলিশ কোনো ব্যাবস্থা নিচ্ছে না তাই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে অনুরোধ করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই বিষয় নিয়ে আন্দোলন কিংবা কোনো তির্যক ভাষায় আক্রমণ না করে এই ভাবে চিঠি লিখে সমস্যার সমাধানের জন্য আবেদন করছেন অধীর। তাই রাজনৈতিকমহল এই চিঠির মাধ্যমে যতবার সম্ভাবনাকেই গুরুত্ত্ব দিচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!