জোর ধাক্কা খেলো তৃণমূল, পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি জাতীয় রাজ্য January 29, 2018 জোর ধাক্কা খেলো তৃণমূল। এদিন তৃণমূলের পাঞ্জাব ইউনিটের সভাপতি জগমিত সিং ব্রার ইস্তফা দিলেন তার সভাপতির পদ থেকে। জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি পদত্যাগ পত্র দিয়ে আসেন।জানা গেছে তিনিnaki বলেছেন ‘মুকুল রায়ের দলত্যাগের পর মমতাজি বাংলা নিয়েই বেশি চিন্তিত। ফলে অন্য রাজ্যে সংগঠনের কাজ সেভাবে দেখভাল করা হচ্ছে না।’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ক্ষেত্রে তাদের শাখা যখন খোলে তখন পাঞ্জাবেও তৃণমূল তাদের শাখা খোলে আর সেখানেই পাঞ্জাব রাজ্যের সভাপতি ছিলেন জগমিত সিং ব্রার।আর তাঁর এই ইস্তফার ফলে তৃণমূলের স্বপ্নভঙ্গ হলো বলে মনে করছে রাজনৈতিকমহল। এই নিয়ে তিনি জানান,’দলের শীর্ষ নেতৃত্ব এখন বাংলা নিয়েই বেশি ব্যস্ত। অন্য রাজ্যে তাঁদের বিস্তারের ভাবনা কার্যত বাধা পাচ্ছে। তাই তিনি এই পদে থাকার প্রয়োজনীয়তা বোধ করছেন না। আমি মমতাজির প্রস্তাব মেনে পাঞ্জাব সভাপতির দায়িত্ব নিয়েছিলাম। চেষ্টা করেছিলাম উত্তর ভারতে তৃণমূলের বিস্তারের। কিন্তু জাতীয় স্তরে দলের বিস্তারের সে অর্থে কোনও পরিকল্পনা এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের নেই বলেই আমার মনে হয়েছে। আমি চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে বিকল্প ফ্রন্টের নেতৃত্ব দিন। কিন্তু দুর্ভাগ্য, তা হয়নি। কয়েক সপ্তাহ আগেই আমার মনে হয়েছিল, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বেশি গুরুত্ব দিতে হচ্ছে বাংলায়। মুকুল রায় দল ছেড়ে দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বাংলার দিকে দৃষ্টি দেওয়া ছাড়া উপায় নেই। তখনই আমি দল ছাড়ার সিদ্ধান্ত পাকাপাকি নিয়ে নিই।’ আপনার মতামত জানান -