এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ডেঙ্গু নিয়ে আলোচনার দাবীতে উত্তাল বিধানসভা, সম্মুখসমরে শাসক-বিরোধী

ডেঙ্গু নিয়ে আলোচনার দাবীতে উত্তাল বিধানসভা, সম্মুখসমরে শাসক-বিরোধী

ডেঙ্গু নিয়ে আলোচনার দাবিতে শাসক-বিরোধী তরজায় উত্তাল হল আজকের বিধানসভা। এদিন বিধানসভা শুরুর সঙ্গে সঙ্গে ডেঙ্গু নিয়ে আলোচনার দাবি জানাতে থাকেন বিরোধী বামফ্রন্ট-কংগ্রেস সদস্যরা, কিন্তু শাসকদলের সদস্যরা প্রশ্নোত্তর পর্বের শেষে মুলতবি প্রস্তাব আনতে বিরোধীদের বাধা দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যখন বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন তখন উল্টোদিকে সরকারপক্ষ ডেঙ্গু নিয়ে ভ্রান্ত প্রচারের অভিযোগ করেন।
ফলে বিরোধীরা বিধানসভার ওয়েলে নেমে মশারি টাঙ্গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ও পরে একযোগে ওয়াকআউট করে বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেস। অন্যদিকে প্রশ্নোত্তর পর্বে সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, বিষমদ কাণ্ডে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিলেও, ডেঙ্গু মৃত্যুতে কেন ক্ষতিপূরণ দিচ্ছে না?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!