এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের বিজেপিতে বড়সড় ভাঙ্গন, খুশির হাওয়া তৃনমূল শিবিরে! কোন পথে রাজ্য-রাজনীতি!

ফের বিজেপিতে বড়সড় ভাঙ্গন, খুশির হাওয়া তৃনমূল শিবিরে! কোন পথে রাজ্য-রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। যত দিন যাচ্ছে, ততই একের পর এক হেভিওয়েট নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে শুরু করেছেন। আর তার ফলেই আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। তাহলে কি এই সমস্ত নেতারা এবার দলবদল করবেন! স্বভাবতই এই পরিস্থিতিতে বিজেপির চিন্তা বাড়িয়ে এবার ফের বীরভূম জেলা বিজেপির দুই হেভিওয়েট নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন। যার জেরে বিজেপিতে যেমন অস্বস্তি তৈরি হয়েছে, ঠিক তেমনই আশার আলো দেখতে শুরু করেছে তৃণমূল শিবির।

 

সূত্রের খবর, বুধবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন বীরভূম জেলার সহ-সভাপতি উত্তম কুমার রজক এবং জেলা বিজেপির সম্পাদক অরিন্দম মুখোপাধ্যায়। আর তারপরেই নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে বলছেন, দলের বিভিন্ন সিদ্ধান্ত এবং দলের গোষ্ঠী কোন্দলের কারণেই এই দুই নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে আশঙ্কা বাড়তে শুরু করেছে পদ্ম শিবিরে। তাহলে কি এই দুই নেতা এবার দল বদল করতে চলেছেন! বীরভূম জেলায় কি এবার আরও চাপে পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি! গোটা বিষয়টি নিয়ে ক্রমশ জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!