এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবংয়ে কংগ্রেসের ভোটব্যাঙ্কেও থাবা বসাতে শেষবেলায় মরিয়া প্রচার সূর্য্যকান্ত মিশ্রর

সবংয়ে কংগ্রেসের ভোটব্যাঙ্কেও থাবা বসাতে শেষবেলায় মরিয়া প্রচার সূর্য্যকান্ত মিশ্রর

কংগ্রেস ও আমাদের অর্থাৎ বামপন্থীদের লড়াইটা একই – মঙ্গলবার সবং বিধানসভা উপনির্বাচনের শেষ দিনের প্রচারে দলীয় প্রার্থী রীতা জানা মন্ডলের সমর্থনে এক নির্বাচনী সভায় এমন বার্তায় দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। তিনি আরও বলেন, কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, রাজ্য ও দেশকে বাঁচাতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই । তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সূর্য্যকান্তবাবু এমন জ্বালাময়ী ভাষণ দিলেও তাঁর সভা ছিল কার্যত ফাঁকা। গতকালের সভায় সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই এর রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডা এবং সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়। সূর্য্যকান্তবাবু তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে নিশানা করে বলেন, আমাদের প্রার্থীকে এক নম্বরে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে। তৃণমূলকে উৎখাত করতে না পারলে পদ্মফুলকেও আটকানো যাবে না।
এর সাথেই তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রী এমন ভাব করছেন যেন উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। মানুষ ভুলে যাননি বিজেপি ওঁর ঘাড়ে-পিঠে ভর করে এরাজ্যে পা রাখতে পেরেছিল। এরপর তিনি মানস ভূঁইয়ার নাম না করে তিনি বলেন, ২০১৬সালে আপনাদের পাশে দাঁড়িয়ে ওঁকে জয়ী করার আবেদন জানিয়েছিলাম, আজ কষ্ট হচ্ছে। উনি জয়ী হয়ে কংগ্রেস, সবং ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ওই বিশ্বাসঘাতক, দলত্যাগীর দায়িত্বটা আমাদের দিন। পাঁচ বছরের জন্য আসনটা নিশ্চিত করে কেন বিশ্বাসঘাতক হয়ে গেলেন। এরপর তিনি শাসকদলকেও কটাক্ষ করে বলেন, তৃণমূলের ঝান্ডা নিয়ে যাঁরা লড়াই করছেন, তাঁরা কেন তৃণমূল করবেন? রাজ্য জুড়ে মামলা-হামলা চলছে। ওঁদের যিনি দুনম্বরে ছিলেন, তাঁর নিরাপত্তা নেই। উনি বিজেপিতে চলে গেছেন। তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে, তৃণমূল কি নিরাপত্তা দেবে? সবংয়ের মানুষের আত্মসম্মান আছে, আপনারা এমন রায় দিন যা ইতিহাসে লেখা থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!