এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা নাকি নতুন খেলা খেলবেন! শুরুতেই বোল্ড আউট করলেন শুভেন্দু!

মমতা নাকি নতুন খেলা খেলবেন! শুরুতেই বোল্ড আউট করলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একজন মুখ্যমন্ত্রী কখন কি বলেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রত্যেকটি ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, খেলা হবে স্লোগান দিয়ে, বিরোধীদের ওপর নিজের দলের কর্মীদের হামলা করার প্ররোচনা দিয়ে প্রতিমুহূর্তে রাজ্যকে অশান্ত করে তুলছেন। বিরোধীদের অভিযোগ তেমনটাই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্না মঞ্চ থেকে তিনি আবার বলছেন, তিনি নাকি খেলবেন। আর সেই খেলায় অলআউট জিতবেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি আবার কি খেলা খেলবেন! প্রত্যেকটি খেলাতেই তো তিনি বিজেপির কাছে, বলা ভালো শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাচ্ছেন। তিনি কি এবার বোঝাতে চাইলেন যে, লোকসভায় তিনি জিতবেন! তাই সেটাকেই তিনি “খেলা” বলে ব্যাখ্যা করার চেষ্টা করলেন! কিন্তু যদি তিনি তাই করেন, তাহলে এবারের খেলায় আর তার জেতা হচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে মুখের মত জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিভাবে রাজ্যের মানুষের সঙ্গে খেলেছে এই রাজ্যের শাসক দল, কিভাবে নেতা-মন্ত্রীরা জেলে গিয়েছেন নিজেদের বান্ধবীকে সঙ্গে করে নিয়ে, এবার সেই তথ্য ফাঁস করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যন্ত্রণাকে বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা। কিন্তু কি এমন বললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক?

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর এই অল আউট জেতা এবং অল আউট খেলা নিয়ে শুভেন্দু বাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা উচিত জবাব দিয়েছেন। তিনি বলেন, “হ্যাঁ, উনি কিভাবে খেলেছেন, তা তো রাজ্যের মানুষ দেখতে পেয়েছে। খেলা হয়েছে বলেই তো পার্থ চ্যাটার্জী এবং তার বান্ধবী জেলে রয়েছে। আর কি কি খেলা হচ্ছে, তা সকলেই দেখতে পাচ্ছেন।” অর্থাৎ এই রাজ্যে তৃণমূল সরকারের আমলে দুর্নীতি এবং রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করা ছাড়া তৃণমূল যে আর কোনো খেলায় খেলেনি, উন্নতির প্রতিশ্রুতি দিয়ে তারা যে রাজ্যের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই কথাই আরও একবার তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পাল্টা কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। অনেকে আবার এটাও বলছেন, এবার তো আসল খেলা খেলবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় যতই খেলা হবে, খেলা হবে বলে বড় বড় কথা বলুন না কেন, তার দলের করুণ পরিস্থিতি এবং তার দলীয় নেতাদের দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যে খেলাটা খেলবে, তা হজম করা সম্ভব হবে না তৃণমূলের বলেই দাবি একাংশের।

বিজেপির দাবি, দুর্নীতি করে মানুষকে বিপদে ফেলার পরেও কেন এত বড় বড় কথা বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী! তিনি আবার অলআউট জেতার স্বপ্ন দেখছেন। রাজ্যের বেকারদের সঙ্গে এত প্রতারণা করার পরেও তার এই ধরনের বক্তব্য শোভা পায় না‌। রাজ্যের মানুষ প্রস্তুত হয়ে আছে এই তৃণমূলকে বিদায় দেওয়ার জন্য। তাই অলআউট জিততে গিয়ে বোল্ড আউট হয়ে যাবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী দিনে চরম পরিণতি হবে এই ফ্যাসিস্ট তৃণমূলের বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, বিরোধীদের জব্দ করতে এবং বিরোধী নেতাকে বাগে আনতে তো কম চেষ্টা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম ক্ষেত্রকে কাজে লাগিয়ে তিনি চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীর মুখ বন্ধ করার জন্য। কিন্তু বিজেপি তো দূরের কথা, শুভেন্দু অধিকারীকেই তিনি আটকাতে পারছেন না। তার কাছে নন্দীগ্রামে পরাজিত হয়েছে তাকে। আগামী দিনে লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে দল যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব তিনি পালন করেও বুঝিয়ে দেবেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে পরাজিত করতে হয়। আর এইসব ক্ষেত্র থেকেই আতঙ্কিত হয়ে এখন যা ইচ্ছে তাই বলেই চলেছেন মুখ্যমন্ত্রী। তবে শুভেন্দু অধিকারী আর যাই হোক, সেটিং করা বিরোধী দলনেতা নন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে “খেলা হবে” কথা শুনেই তিনিও আগামী দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোল্ড আউট করার আভাস দিয়ে দিলেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!