এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনার পাশাপাশি এবার রাজ্যে এসে গেল নতুন বিপদ, উদ্বেগে বিশেষজ্ঞরা

করোনার পাশাপাশি এবার রাজ্যে এসে গেল নতুন বিপদ, উদ্বেগে বিশেষজ্ঞরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অন্যান্য রাজ্যের সাথে সাথে এবার পশ্চিমবঙ্গেও হানা দিয়েছে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস। দেশজুড়ে করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই রেকর্ড তৈরি করে মানুষ মারা যাচ্ছে, একইসাথে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়ে করোনার সাথে সাথে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। রাজস্থানে ইতিমধ্যে প্রায় 100 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে। ইতিমধ্যেই রাজস্থান সরকার এই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারীরূপে ঘোষণা করেছে।

জানা যাচ্ছে, করোনা রোগী যারা সেরে উঠছেন, তাঁদের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের প্রাদুর্ভাব বেশী দেখা যাচ্ছে। মূলত স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি প্রয়োগ করলে এই ছত্রাকজনিত রোগ সংক্রমণ ছড়ায় বলে জানা যাচ্ছে। পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে, শুধুমাত্র রাজস্থানই নয়, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশেও ব্ল্যাক ফাঙ্গাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই মারণ ছত্রাক বাংলাতেও ইতিমধ্যেই হানা দিয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের 5 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছে বলে স্বাস্থ্য দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে করোনার কারণে যে সব ক্ষেত্রে করোনা আক্রান্তদের শরীরেই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ছড়াচ্ছে তা নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে কিংবা যারা জটিল রোগে আক্রান্ত ও সাথে নিয়মিত স্টেরয়েড নেন বা যাদের শরীরে ইমিউনিটি কম তাঁরাই এই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ত্বক বা নাক থেকে এই সমস্যার সূত্রপাত হলেও মূলত এই সংক্রমণ কিন্তু ফুসফস ও মস্তিষ্কে ব্যাপক আকারে প্রভাব ফেলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী এবং যারা নিয়মিত স্টেরয়েড গ্রহণ করেন, তাঁদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হয়েছে বোঝা যাবে যখন নাক দিয়ে অস্বাভাবিক ভাবে কালো রস বেরোবে কিংবা রক্ত বেরোবে, পাশাপাশি নাক বন্ধ হয়ে যাবে, মাথা যন্ত্রণা, চোখে ব্যথা শুরু হবে, একইসাথে চোখ ফুলে যাওয়া, ডাবল ভিশন, লাল চোখ, চোখে দেখতে না পাওয়া, চোখ খুলতে না পারা, মুখের অসাড় ভাব, মুখ খুলতে বা চিবাতে কষ্ট হলে অবশ্যম্ভাবী ধরে নেওয়া হবে সেই ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসের মারণ শিকার হয়েছে।

অন্যান্য রাজ্যে এখনো পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসের মারাত্মক প্রভাব দেখা গেলেও এ রাজ্যে এখনও পর্যন্ত এই ফাঙ্গাস ততোধিক প্রভাব বিস্তার করতে পারেনি। জানা যাচ্ছে, স্বাস্থ্য দপ্তর থেকে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে। করোনার সাথে সাথে ব্ল্যাক ফাঙ্গাস যদি মারণ আঘাত হানতে শুরু করে তাহলে স্বাস্থ্যপরিসেবা যে পুরোপুরি ভেঙে পড়বে সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। তাই তড়িঘড়ি করে করোনা নিয়ন্ত্রণ করার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের দিকেও নজর দেওয়া হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!