এখন পড়ছেন
হোম > রাজ্য > পশ্চিমবঙ্গের অবস্থা কি সিরিয়ার মতো? প্রশ্ন তুললেন দাপুটে বিজেপি নেত্রী

পশ্চিমবঙ্গের অবস্থা কি সিরিয়ার মতো? প্রশ্ন তুললেন দাপুটে বিজেপি নেত্রী


এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের এক জনসভায় বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করলেন। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ও পাল্টা তোপ দাগলেন। জানালেন,’ মমতার শাসনে পশ্চিমবঙ্গকে সিরিয়ার সঙ্গে তুলনা করতে হয়। ভারতের ভিতরে যে পশ্চিমবঙ্গ রয়েছে একটা সেটা ভুলতে বসেছি আমরা।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এটুকু বলেই থামলেন না তিনি এই প্রসঙ্গে টেনে আনলেন পঞ্চায়েত নির্বাচন পর্ব এবং নির্বাচন পরবর্তীকালীন রাজ্য সরকারের অবাধ সন্ত্রাসের রাজনীতিকে । এদিন তিনি প্রতিবাদে সরব হয়ে জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদ্মশিবিরকে জঙ্গি সংগঠন বলে দাবী করেন তবে তৃণমূল সরকার নিজেরাও তালিবানি শাসন চালাচ্ছেন। সিরিয়ায় যেভাবে অবাধ হত্যালীলা চালানো হয়েছে,ঠিক সেভাবেই পুরুলিয়ার বুকে পর পর তিনজন নিরপরাধ মানুষকে বিজেপি করার জন্য হত্যা করা হয়েছে। দুজনকে তো খুন করে ঝুলিয়েও দেওয়া হয়েছে। তালিবানি কায়দাকে অনুকরণ করে আবার মৃতদেহে লিখে দেওয়া হয়েছে যে বিজেপি করার জন্য শাস্তি দেওয়া হল।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপি জঙ্গি সংগঠন কিনা এ প্রশ্ন সাংবাদিকমহল থেকে তাঁর কাছে এলে গর্জে উঠে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন NDA এর অংশ ছিলেন তখন বিজেপি তাঁর চোখে ভালো সংগঠন ছিল। আর এখন বঙ্গের ক্ষমতার শীর্ষে বসে তাঁর বিজেপিকে জঙ্গি সংগঠন লাগছে! কথা শেষে বিজেপি নেত্রী জানালেন যে, পশ্চিমবঙ্গে তৃণমূলশাসক যে তালিবানি শাসন চালাচ্ছেন তা আমজনতার জীবন দুর্ষিসহ করে তুলেছে। এর থেকে অবিলম্বে মুক্তি পেতে চায় বঙ্গবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!