এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একদিনে দলে যোগ দিলেন প্রায় ৫ হাজার নতুন কর্মী, দাবি রাজ্য বিজেপির

একদিনে দলে যোগ দিলেন প্রায় ৫ হাজার নতুন কর্মী, দাবি রাজ্য বিজেপির


রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। মুকুল রায়কে মুখ করে সেই যুদ্ধে ঝাঁপিয়েও পড়েছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বুথে প্রার্থী দেওয়া ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চিও জমি না ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দলের তরফে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ত্ব পাওয়া মুকুল রায়। আর এরপরেই রাজ্য বিজেপির দাবি গতকাল একদিনেই গোটা রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার নতুন কর্মী বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি সূত্রে আরো দাবি যোগ দেওয়া ৫ হাজার কর্মীর মধ্যে খোদ কলকাতার বুকে প্রতি ৫০০ কর্মী ও কলকাতার নিকটবর্তী হাওড়ার পাঁচলা-রাণিহাটিতে প্রায় ১,৫০০ কর্মী যোগ দিয়েছেন। এছাড়াও, উত্তর ২৪ পরগণার বনগাঁ ও বাগদা এবং মালদা জেলা থেকে পঞ্চায়েত সমিতির কিছু সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। বিজেপি সূত্রে আরো দাবি, দলে যোগ দেওয়া কর্মীদের মধ্যে বেশিরভাগই শাসকশিবির থেকে এসেছেন এবং তাঁরা মুকুল রায়ের অনুগামী বলেই দলে পরিচিত ছিলেন। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে এইভাবেই শাসকশিবির ছেড়ে তাঁর অনুগামীরা দলে দলে গেরুয়াশিবিরে নাম লেখাবেন বলেও দাবি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!