এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার কি মুজাহিদিনদের হাতে খুন হতে পারেন এই হেভিওয়েট বিজেপি সাংসদ? এল পাকিস্তান থেকে হুমকি!

এবার কি মুজাহিদিনদের হাতে খুন হতে পারেন এই হেভিওয়েট বিজেপি সাংসদ? এল পাকিস্তান থেকে হুমকি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কথায় বলে স্বভাব যায় না মলে। সে কথার আবার সত্য বলে প্রমাণিত হলো । করোনার সংক্রমণে পাকিস্তান যখন সম্পূর্ণ দিশেহারা ত্ত্বিক সেসময়ই পাকিস্তানের একটি নাম্বার থেকে এলো উন্নাওয়ের জনৈক বিজেপি সংসদ সাক্ষী মহারাজ কে রীতিমত হত্যা করার হুমকি। অজ্ঞতপরিচয় ব্যক্তির এই হুমকি নিয়ে গতকাল সোমবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এই প্রসঙ্গে অভিযোগ জানাতে গিয়ে উন্নাওয়ের সাংসদ জানিয়েছেন গতকাল সোমবার তাঁকে পাকিস্তানের একটি নাম্বার থেকে দুবার ফোন করা হয়েছিল।

তিন মিনিট ধরে তাঁকে ফোন করে হুমকির সুরে ওই ব্যক্তি জানায় যে, সাংসদের বাড়িতে বোমা নিক্ষেপ করা হবে। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি ফোন করে তাঁকে হুমকি দিয়ে বলেছে , “‌মহম্মদ গফ্ফরকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে সাহায্য করে তুমি নিজের মৃত্যু আমন্ত্রণ করে এনেছো।” এর সঙ্গেই আগামী ১০ দিনের মধ্যে সাংসদ ও তাঁর সহকর্মীকে হত্যা করার হুমকি দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আরো জানিয়েছে, মুজাহিদিন সর্বদা নজর রাখছে সাক্ষী মহারাজের উপরে এবং সুযোগ পেলেই তাকে হত্যা করবে। শুধু তাই নয় সাক্ষী মহারাজের সমস্ত গতিবিধির খবর রাখে এই জঙ্গি সংস্থা অভিযোগে জানিয়েছেন সাংসদ। সাংসদ তাঁর করা অভিযোগে আরো জানিয়েছেন যে, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিজেপি ও রএসএসের নেতার নাম নিয়ে অশ্রাব্য কথা বলেছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর নাম নিতেও সে ছাড়েনি। এমনকি এই ব্যক্তি গজওয়া-ই-হিন্দ নামের ইসলামী শাসনও ভারতে কায়েম করার হুমকি দিয়েছে।

সাংসদ অভিযোগ জানিয়েছেন ইতিপূর্বে তিনি এরকম বহু সন্ত্রাসবাদি সংগঠন থেকে হত্যার হুমকি পেয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন যে, পূর্বে উন্নাওয়ের কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ ও পিএফআই সদস্যরা তাঁকে খুন করার হুমকি দিয়েছিল।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন পূর্বে কুয়েত থেকে মহম্মদ গফ্ফর নাম এক ব্যক্তি তাঁকে হত্যার হুমকি দিয়েছিল। পরে উত্তরপ্রদেশের এসটিএফ তার ফোনের সূত্র ধরে ভিজানোর থেকে গ্রেফতার করে তাকে। আর তাকে গ্রেফতারের পরেই তার বন্ধু তাঁকে হত্যার হুমকি দিয়েছে। জানিয়েছে, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমস্ত বিবরণও জোগাড় করে ফেলেছে এই ব্যক্তি।

উন্নাওয়ের পুলিশ এসপি রোহন পি কনায় সাক্ষী মহারাজ এর করা এই অভিযোগ প্রসঙ্গে জানিয়েছেন যে, পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!