এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়ানো হবে। প্রান্তিক পড়ুয়ারা ইংরেজি না জানলেও ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়তে পারবেন।” আশ্বাস প্রধানমন্ত্রীর

“বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়ানো হবে। প্রান্তিক পড়ুয়ারা ইংরেজি না জানলেও ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়তে পারবেন।” আশ্বাস প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্যারেড গ্রাউন্ডে ব্রিগেড সমাবেশে যোগদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ব্রিগেড থেকে একদিকে যেমন প্রধানমন্ত্রী তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করলেন বাম শাসন, তৃণমূল শাসনকে, তেমনি নতুন বাংলা তথা সোনার বাংলা গঠনের আশ্বাস দিলেন তিনি। প্রধানমন্ত্রী জানান যে, বামপন্থীরা এক সময় বলতেন, কংগ্রেসের কালো হাত ভেঙে দিতে, গুড়িয়ে দিতে।

এই শ্লোগানটি দিয়ে বামেরা একসময় বাংলা দখল করেছিল। প্রায় তিন দশক বামেরা বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। তিনি প্রশ্ন করেছেন, আজ কি হলো সেই কালো হাতের? সেই কালো হাত কি করে ফর্সা হয়ে গেলো? যে কালো হাত তাঁরা গুড়িয়ে দিতে চাইতেন, আজ সেই হাত ধরেই এগিয়ে যাচ্ছেন তাঁরা।

প্রধানমন্ত্রী জানান, এই বামেদের বিরুদ্ধে পরিবর্তনের আওয়াজ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা, মাটি ও মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন যে, মুখ্যমন্ত্রী কি তাঁর সেই প্রতিশ্রুতি রেখেছেন? এরপর বাংলার পুনর্নির্মাণ, বাংলার সংস্কৃতি রক্ষা, বাংলায় নতুন শিল্প তৈরীর প্রতিশ্রুতি দিলেন তিনি। বাংলায় মানুষের উন্নতির জন্য ২৪ ঘন্টা কাজ করবেন, প্রতিমুহূর্তে বাংলার জন্য সেবা করবেন, প্রতিমুহূর্ত কাজের মধ্য দিয়ে মন জয় করবেন বাঙালির জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানান, রাজ্য সরকারের কমিশনবাজির কারণে বিমানবন্দর সংলগ্ন এলাকার উন্নয়ন রুদ্ধ হয়ে পড়েছে। কলকাতাতে স্মার্ট সিটি প্রকল্প আনা হবে, নতুন উড়ালপুল নির্মাণ করা হবে, ঝুপড়ি বাসীদেরকে দেয়া হবে পাকা বাড়ি, ঠেলাওয়ালাদের স্বনিধি যোজনার আওতাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী জানালেন, কলকাতা ছাড়াও বাংলার অন্যান্য শহরেও আত্মনির্ভর করার লক্ষ্য নিয়ে বিজেপি এগোবে। পড়াশোনা, রোজগার, প্রবীণদের জন্য ওষুধের বন্দোবস্ত করা হবে।

রাজ্যে নতুন শিল্প আনা হবে। তিনি জানালেন, বাংলাতে আসল পরিবর্তন আনতে গেলে গ্রাম পঞ্চায়েত, নগর নিগম, নগর পালিকাদের পারদর্শিতা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জানালেন যে, যেভাবে গণতন্ত্রকে গুঁড়িয়ে দেয়া হয়েছে, সেই গণতন্ত্রের পুনর্নির্মাণ করবে বিজেপি। প্রধানমন্ত্রী জানালেন, তাঁরা শুধু ক্ষমতার বদল চান না। বাংলাতে উন্নয়নকেন্দ্রিক সরকার গড়তে চান।

তিনি জানালেন, ৫ বছর নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। এবার আসল পরিবর্তন আনতে হবে। প্রধানমন্ত্রী জানালেন, রাজ্যের মানুষকে মনে রাখতে হবে, কিভাবে বারবার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, জাতীয় শিক্ষানীতি বাংলায় প্রণয়ন করা হবে। বাংলা ভাষাতে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়ানো হবে। প্রান্তিক পড়ুয়ারা ইংরেজী না জানলেও ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়তে পারবেন। বাংলায় আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!