এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে সচেতনতা সত্ত্বেও বাজারে গা ঘেষাঘেষি, কবে ফিরবে সচেতনতা!

করোনা নিয়ে সচেতনতা সত্ত্বেও বাজারে গা ঘেষাঘেষি, কবে ফিরবে সচেতনতা!


দেশ এবং রাজ্য লকডাউন হওয়া সত্ত্বেও, সাধারণ মানুষের কথা ভেবে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে। যাতে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসটুকু নিয়ে আসতে পারেন। কিন্তু এই অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু রাখাই হয়ত বা সবথেকে বড় কাল হল। ইতিমধ্যেই সরকারের তরফে বার্তা দিয়ে বলা হচ্ছে, প্রয়োজনীয় জিনিস আপনারা অবশ্যই আনতে যাবেন। কিন্তু দেখবেন যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক প্রত্যেকে ময়দানে নেমে রীতিমতো দেখিয়ে দিচ্ছেন যে, কিভাবে দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু তাতেও একাংশের মধ্যে হুঁশ ফেরেনি।

সূত্রের খবর, এদিন দক্ষিণ কলকাতার জনপ্রিয় বাজার গড়িয়াহাট মার্কেটের ক্রেতাদের গা ঘেঁষে কেনাকাটা করতে দেখা গেল। কেউ কেউ নিয়মের কথা জানলেও, তা মানছেন না। এক ক্রেতা বললেন, “দুটি দোকানের মধ্যে ফাঁক কোথায়! নির্দেশ রয়েছে জানি। কিন্তু সাত তাড়াতাড়ি বাজার না করলে যে সব শেষ হয়ে যাচ্ছে। তাই ভিড়ের মধ্যে কিনতে হচ্ছে।” একই অবস্থা দেখা গেছে টালিগঞ্জ বাজারেও। হাতে গোনা কয়েকজন ব্যক্তি মাস্ক পরে আসলেও, বেশিরভাগ মানুষই নিজেদের সচেতন না করে সামাজিক দূরত্ব না মেনে বাজার করছেন। যা দেখে রীতিমতো চিন্তা বাড়ছে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক মাছ ব্যবসায়ী বলেন, “আমরা বলছি দূরত্ব বজায় রাখুন। কিন্তু মাছ কাটব না ক্রেতাদের গা ঘেঁষে দাঁড়াতে বারণ করব বলুন তো! ভাগ্যে যা আছে, তা হবে। কি আর করব!” এদিকে মানিকতলা বাজার থেকে বাগমারি মার্কেট, সর্বত্রই সাধারণ মানুষের ভিড় দেখে মনে হল, অন্য দিনের মতোই অবস্থা। অর্থাৎ কেউ কোথাও কোনো সুরক্ষা বলয় মানছেন না। যে যার মতো করে বাজার করে নিয়ে যেতে পারলেই শান্তি। ব্যবসায়ীরা বলছেন, তারা বারবার সচেতন করছেন। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষজন বাজার করতে এসে কোনও নিয়ম মানছে না।

যার ফলে তৈরি হচ্ছে সমস্যা। এখন সাধারণ মানুষ নিজেদের সুরক্ষার স্বার্থে যদি একটু সচেতন না হন, তাহলে সমস্যা যে আরও বাড়বে, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমি বারবার বলছি, দয়া করে এবার সচেতন হন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। বিপদ ডেকে আনবেন না। পুলিশ সবরকম ব্যবস্থা নিচ্ছে। কিন্তু মানুষকে নিজেদের সচেতন হতে হবে। নইলে সংকট বাড়বে।” এখন বারবার বলা সত্ত্বেও, সাধারণ মানুষের মধ্যে যে অনীহা দেখা যাচ্ছে, তাতে সত্যিই বাংলা করোনা মুক্ত হওয়ার যে স্বপ্ন দেখছে, তা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!