এখন পড়ছেন
হোম > রাজ্য > সপ্তম বেতন কমিশনের সুপারিশের থেকেও বেশি বেতন পেতে চলেছেন কর্মীরা?

সপ্তম বেতন কমিশনের সুপারিশের থেকেও বেশি বেতন পেতে চলেছেন কর্মীরা?

একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এ পাওয়া তথ্য থেকে জানা গেল সরকারি কর্মীদের বেতন ও ভাতা খতিয়ে দেখে আসন্ন ২০১৯ সালের লোকসভা ভোটের কথা ভেবে সপ্তম বেতন কমিশনের সুপারিশের থেকে বেশি বেতন পেতে চলছে তারা।এমনটাই জানিয়েছে কেন্দ্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সরকারি কর্মীরা নূন্যতম বেতন হিসাবে দাবী করছে ২৬ হাজার টাকা যা আগে করা হয়েছিলো (২০১৬) ৭ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকা।সেটা মেনে নেয় নি কর্মীরা।চলছিলো অসন্তোষ।তাই কেন্দ্র সরকার আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে কর্মীদের নূন্যতম বেতন ২১ হাজার টাকা রাখার কথা ভাবছে। শেষ পর্যন্ত জল কদ্দূর গড়ায় সেটা আগামিই বলবে।

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!