এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবারেই শেষ নয়, বারবার ফিরে আসতে পারে করোনা, বিস্ফোরক দাবি বিশেষজ্ঞদের

এবারেই শেষ নয়, বারবার ফিরে আসতে পারে করোনা, বিস্ফোরক দাবি বিশেষজ্ঞদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনা দেখা গিয়েছিল, অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এখন বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। তবে,এখানেই শেষ নয়। জনৈক মার্কিন গবেষক জানালেন, করোনার উৎস দ্রুত খুঁজে বের করা প্রয়োজন। না হলে তা বারবার ফিরে আসবে পৃথিবীতে। কোভিড ১৯ যেমন দেখা গেছে, তেমনি কোভিড ২৬, কোভিড ৩২ হানা দিতে পারে পৃথিবীর বুকে। অর্থাৎ, ২০২৬, ২০৩২ সালেও পৃথিবীকে বিপদের মুখে ঠেলে দিতে পারে মরণব্যাধি করোনা।

সম্প্রতি টেক্সাসের চিলড্রেন হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের ডিরেক্টর পিটার হোটেজ জানালেন, খুব তাড়াতাড়ি কোভিডের উৎসের সন্ধান করা প্রয়োজন। না হলে কোভিড ২৬, কোভিড ৩২ চলে আসবে। কিছুতেই তাকে রোখা যাবেনা। অর্থাৎ, ২০২৬, ২০৩২ সালেও আছড়ে পড়তে পারে করোনা। একাধিক বিশেষজ্ঞের মতো তিনিও মনে করছেন যে, করোনার উৎস রয়েছে চীনে। তাই চীন সরকারের সঙ্গে জোট বেঁধে এর কেন্দ্রবিন্দু খুঁজে বের করা প্রয়োজন। প্রসঙ্গত, ইউরোপ ও আমেরিকার একাধিক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ মনে করে থাকেন যে, চীন থেকেই করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই সেখানে গিয়েই করোনার উৎস খুঁজে বের করা প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানী অঙ্গাস ডালগ্লেইস ও নরওয়ের বিজ্ঞানী ড. বিরজার সোরেনসেন একটি রিপোর্ট পেশ করেছেন। যেখানে জানানো হয়েছে যে, উহান থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই দুই বিজ্ঞানী জানিয়েছেন, উহানে একটি ল্যাবরেটরিতে বিতর্কিত গবেষণার কাজ দীর্ঘদিন ধরে চলেছিল। গবেষণায় দেখা হয়েছিল, বাদুড়ের দেহ থেকে প্রাপ্ত করোনাভাইরাসের মধ্যে কিছুটা পরিবর্তন আনলে, তা কতটা ভয়ঙ্কর হতে পারে? এক বছরেরও বেশি সময় ধরে এই গবেষণা চলেছিল। এরপর চীন সম্পূর্ণভাবে বিষয়টিকে গোপন করার চেষ্টা করেছে। ডেটা ধ্বংস করে দেয়া হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা দুজন যখন করোনার ভ্যাকসিন তৈরীর জন্য করোনার নমুনাগুলো নিয়ে পরীক্ষা করছিলেন, তখনই এক বিশেষ ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন।

আমেরিকা, ইউরোপ থেকে বারবার করোনা ভাইরাসের উৎপত্তিস্থল রূপে চিহ্নিত করা হয় চীনকে। এজন্য বারবার দায়ী করা হয় চীনের উহান ল্যাবকে। চীন বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু বিজ্ঞানীদের এই তথ্যটি যে ভুল, তার এখনো পর্যন্ত তেমন কোনো জোরালো প্রমাণ দিতে পারেনি চীন। বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রস্তুত করার পর চীনের বিজ্ঞানীরা এই ভাইরাসকে প্রযুক্তিগতভাবে প্রতিস্থাপন করার চেষ্টায় ছিলেন। তাঁরা মনে করছেন, এই ভাইরাসটি বাদুরের দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!