এখন পড়ছেন
হোম > জাতীয় > দাবানলের মত বাড়ছে করোনা! পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর।

দাবানলের মত বাড়ছে করোনা! পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আড়াই লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। এই পরিস্থিতিতে গতকাল রাতে ভার্চুয়াল ভাবে এক বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ক্যাবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সহায়ক, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, নীতি আয়োগের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলে। এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয় এই বৈঠকে।

বৈঠকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ঔষধ, ভ্যাকসিন, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেশনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। করোনা পরীক্ষা বৃদ্ধি, করোনা ট্রেসিং, করোনা চিকিৎসার উপরে জোর দেয়া হবে। করোনার বর্ধিত মৃত্যুহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। করোনা টেস্টিং, ট্রেসিংয়ের উপরে জোর দিয়ে মৃত্যুহার নিয়ন্ত্রণের নিদান দিলেন তিনি।

উচ্চপদস্থ সরকারি কর্তাদের কাছে প্রধানমন্ত্রী আবেদন জানান, স্থানীয় স্তরের হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ জনগণের প্রতি যেন অধিক সংবেদনশীল হয়। করোনা রোগীদের জন্য বেড সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করার কথা জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনার এই সংক্রমক পরিস্থিতিতে কোনভাবেই ওষুধ, ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি হতে দেওয়া যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনার ওষুধের যোগানের ব্যাপারেও খোঁজখবর করেছেন প্রধানমন্ত্রী। করোনা ভ্যাকসিনের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা টিকার উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। প্রশ্ন উঠেছিল,আবার কি জারি হতে পারে লকডাউন? লকডাউন জারি করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতি সামাল দিতে করোনা পরীক্ষা বৃদ্ধি, রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিতকরণ, চিকিৎসা, আইসিইউ বেডের বন্দোবস্ত, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ ইত্যাদি ব্যবস্থা খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার, সংক্রমণ বৃদ্ধির কারণে গ্রেড অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মেডিকেল অক্সিজেন উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি। আজ আবার তিনি বৈঠক করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!