এখন পড়ছেন
হোম > জাতীয় > মহালয়ার দিনেই ত্রিপুরাতে ঝড় তুলে দিলো তৃণমূলের এই বিশেষ পদক্ষেপ, চড়ছে পারদ রাজনীতিতে

মহালয়ার দিনেই ত্রিপুরাতে ঝড় তুলে দিলো তৃণমূলের এই বিশেষ পদক্ষেপ, চড়ছে পারদ রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর দেশের সর্বত্র ছড়িয়ে পড়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। আর বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরার দিকে প্রথম হাত বাড়িয়েছে তৃণমূল। ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের আনাগোনা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে যোগদান। সবকিছু নিয়েই উজ্জীবিত রয়েছে ঘাসফুল শিবির। আজ মহালয়ার পূণ্য তিথিতে ত্রিপুরায় স্টিয়ারিং কমিটি ও যুব কমিটি গঠন করল তৃণমূল।

আজ ত্রিপুরায় তৃণমূলের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। স্টিয়ারিং কমিটির মধ্যে মোট ১৯ জন সদস্যকে রাখা হয়েছে। স্টিয়ারিং কমিটির শীর্ষে রয়েছেন সুবল ভৌমিক। তিনি রয়েছেন রাজ্য আহ্বায়কের পদে। তিনি ছাড়াও এই কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, প্রকাশচন্দ্র দাস, আশিসলাল সিং, কৃষ্ণধন দাস, ড. দেবব্রত দেব রায়, আবদুল বাসিত খান, ত্রিদিব দত্ত, শম্পা দাস, কল্পমোহন ত্রিপুরা, মামন খান, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী, শিবানি সেনগুপ্ত. ইদ্রিস মিঞা, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস, মলিন জামাতিয়া প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ ত্রিপুরায় তৃণমূলের যুব কমিটিও ঘোষণা করা হয়েছে। যুব কমিটির শীর্ষ রাখা হয়েছে বাপটু চক্রবর্তীকে। এই কমিটিতে রয়েছেন মোট ১১ জন সদস্য। যাদের মধ্যে আছেন বাপটু চক্রবর্তী, রাকেশ দাস, শান্তনু সাহা, জাকির হোসেন, উত্তম কালুই, মৃণালকান্তি দেবনাথ, সুমন দে, সানি পাল. সোলাঙ্কি সেনগুপ্ত, দ্বিপান্বিতা চক্রবর্তী এবং অমিত দেববর্মা প্রমুখরা।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় চেয়ারপার্সন শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নির্দেশনায় ত্রিপুরা তৃণমূল রাজ্য স্টিয়ারিং কমিটি গঠন করেছে। সেই সঙ্গে রাজ্য যুব কমিটিও ঘোষণা করে। তাই আবেগে আপ্লুত তারা। সকল যোগদানকারীদের ভবিষ্যতের জন্য শুভকামনা করা হচ্ছে দলের পক্ষ থেকে।

সম্প্রতি, ত্রিপুরাতে ক্রমশ আনাগোনা বাড়তে শুরু করেছে তৃণমূল নেতৃত্বদের। একাধিকবার ত্রিপুরা গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব। ত্রিপুরায় বিজেপি সরকারকে খোলাখুলি চ্যালেঞ্জ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার ত্রিপুরায় দলের সংগঠন বাড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, তৃণমূলের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!