এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > দলীয় কর্মী খুনের অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির!

দলীয় কর্মী খুনের অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বিজেপি কর্মীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্য। জানা গেছে, নদীয়ার শিমুরালিতে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তোলা হয়েছে। যেখানে বাড়ির কাছের এক বাগানে সেই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে ভারতীয় জনতা পার্টি।

বস্তুত, নদীয়ার শিমুরালিতে এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে। এদিন বাড়ির কাছে বাগানে সেই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত দিলীপ কীর্তনীয়া বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এদিকে মৃত বিজেপি কর্মীর খুনের প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির নেতা-কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, পঞ্চম দফা নির্বাচনের পরেও বিভিন্ন এলাকায় সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। দিকে দিকে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে ক্রমশ চাপের মুখে পড়ে গিয়েছে শাসক দল। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!