এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা পুলিশের দাপাদাপির দিন শেষ, এনআইএ আদালতে যেতেই ঘুম ছোটালেন শুভেন্দু!

মমতা পুলিশের দাপাদাপির দিন শেষ, এনআইএ আদালতে যেতেই ঘুম ছোটালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতিকে আটকাতে এবং কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দিতে এই রাজ্যের শাসকদলের চেষ্টার শেষ নেই। সম্প্রতি ভূপতিনগরের ঘটনার কথা সবাই দেখেছে। কিন্তু তারপরে আবার নির্লজ্জ পুলিশ তৃণমূলের কথামত এনআইএ আধিকারিকদের উপর যে হামলা হলো, তার তদন্ত না করে এনআইএর দুই আধিকারিককে থানায় তলব করেছে। আর এই পরিস্থিতিতে এনআইয়ের পক্ষ থেকে গোটা ঘটনায় হাইকোর্টের শরণাপন্ন হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্ট তাদের মামলা গ্রহণ করেছে। আর তারপরেই রাজ্যের বিরুদ্ধে গর্জে ওঠে শাসক দলের ঘুম ছুটিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বারবার কেন্দ্রীয় এজেন্সিকে এই রাজ্যে তদন্তের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আমি যতদূর জানি, এনআইএ পুলিশের এই তলবের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছে। আমি আশা করব যে, উচ্চ আদালত সদর্থক কোনো নির্দেশ দেবে।”

বলা বাহুল্য,এর আগেও কেন্দ্রীয় এজেন্সিকে আটকানোর জন্য এবং তদন্তে যাতে ঢিলেঢালা প্রক্রিয়া তৈরি হয়, তার জন্য রাজ্য পুলিশ অনেক চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালত ন্যায়বিচার দিয়েছিল। তাই এক্ষেত্রেও রাজ্য পুলিশকে দিয়ে এই রাজ্যের শাসকদল যতই তদন্তকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আদালতে গিয়ে সঠিক কাজ করেছে এনআইএ আধি কারিকরা। তার ফলেই আদালত ঠিকঠাক নির্দেশ দিলে তৃণমূল সরকারের ঘুম ছোটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!