এখন পড়ছেন
হোম > রাজ্য > ভবানীপুরে বিক্ষুব্ধ তৃণমূলীরাই এখন ক্ষমতায়,এলাকা ছাড়া খোদ দাপটে তৃণমূল নেতাই!

ভবানীপুরে বিক্ষুব্ধ তৃণমূলীরাই এখন ক্ষমতায়,এলাকা ছাড়া খোদ দাপটে তৃণমূল নেতাই!

সদ্য সমাপ্ত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে একাধিক জেলায় তৃণমূল বনাম তৃণমূলের লড়াই স্পষ্ট হয়ে উঠেছিল। দলের টিকিট না পেয়ে একাধিক তৃণমূল কর্মী নির্দল হয়ে বিভিন্ন জায়গায় লড়েছিলেন। প্রথমে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সেই নির্দল থেকে দাঁড়ানো কর্মীদের আর দলে নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হলেও পরবর্তীকালে সেই জয়ী নির্দল সদস্যদের ফের দলে ফিরিয়ে নেয় তৃণমূল কংগ্রেস।

আর এইখানেই বাধে বিপত্তি। বিক্ষুব্ধ তৃণমূল এবং মূল তৃণমূল কর্মীদের একসাথে মিলিয়ে দেওয়া হলেও ভোটের আগেকার শত্রুতা এখনও তারা ভুলতে পারেনি। আর তাইতো এখনও জেলায় জেলায় সমানে চলছে সংঘর্ষ। যেমন, ডেবরার ভবানীপুর পঞ্চায়েত।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারে এই ভবানীপুর পঞ্চায়েতে শাসক দলের বিক্ষুব্ধ সদস্যরা নির্দল হিসেবে জিতে বোর্ড গঠন করে। কিন্তু পরবর্তীতে তৃণমূল নেতৃত্বের তরফে সেই নির্দলদের দলে ফিরিয়ে আনা হলে এখন সেই নির্দলদের বিরুদ্ধেই তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠতে শুরু করেছে।

এই পঞ্চায়েতের একাংশ তৃণমূল কর্মীর অভিযোগ, এই নির্দলদের ভয়ে তারা গ্রামে ঢুকতে পারছেন না। এমনকি গত সোমবার এই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মিনু ভূঁইয়া আদকের ভাইপোর ওপর সেই নির্দলদের বিরুদ্ধে ছুরি মারারও অভিযোগ উঠেছে। এদিন এ প্রসঙ্গে সেই পঞ্চায়েত সদস্যার স্বামী আশিসকুমার আদক বলেন, “আমার ভাইপোকে ছুরি মারার পাশাপাশি গ্রামে ঢোকার চেষ্টা করলেও ওরা বোমাবাজি এবং ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। পুলিশেকে গোটা ঘটনা জানিয়েছি। এবার পুলিশ সুপারের দ্বারস্থ হবে।”

কিন্তু কেন তৃণমূল কর্মীদের ওপর এহেন অত্যাচার করছেন সেই নির্দল হিসেবে লড়া বর্তমান তৃণমূল নেতারা? এদিন এ প্রসঙ্গে সেই নির্দল নেতা তথা এই পঞ্চায়েতের উপপ্রধান জগন্নাথ মুলা বলেন, “আমাদের কয়েকজন কর্মীর ওরা মোটরবাইক ভেঙে দিয়েছে। আমরা তার মেরামতির খরচ দিতে বলে ওদেরকে 72 ঘণ্টার সময় গিয়েছি। পুলিশকেও সব জানিয়েছি। তবে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে গোটা বিষয়টিতে নড়েচড়ে বসেছে প্রশাসনও। খোঁজখবর নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। সব মিলিয়ে এবার বিক্ষুব্ধ তৃণমূলীদের দাপটে তৃণমূলের নেতাকর্মীরা ঘরছাড়া হওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল ডেবরা ভবানীপুর পঞ্চায়েতের অকালপৌষ গ্রামে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!