এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় স্বস্তি পেলেন রাজীব কুমার, জেনে নিন বিস্তারিত

বড়সড় স্বস্তি পেলেন রাজীব কুমার, জেনে নিন বিস্তারিত


 

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে মাঝে মধ্যেই খবরের শিরোনাম আলোড়িত হয়েছে। তবে কিছুদিন তিনি শিরোনাম থেকে কিছুটা হলেও দূরে ছিলেন। তবে আবার তিনি শিরোনামে চলে এলেন। কিন্তু ঠিক কী কারণে! জানা যায়, রাজীব কুমারের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল।

তবে গত 1 অক্টোবর সিবিআইয়ের আবেদনকে সম্পূর্ণরূপে খারিজ করে সেই রাজীব কুমারের জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এরপরই কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, পুজোর ছুটি শেষ হওয়ার আগের দিনেই এই মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে আজ এই মামলার শুনানি হল। কিন্তু কি হল সেই শুনানিতে? সূত্রের খবর, শুনানিতে শেষ হাসি হাসলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। জানা গেছে, আজ রাজীব কুমার মামলার এই শুনানি পর্বে শীর্ষ আদালত কোনো রায়ই প্রদান করেনি। উল্টে আগামী 29 নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিমকোর্ট। আর শীর্ষ আদালতের সিদ্ধান্ত রাজীব কুমারের পক্ষে অত্যন্ত স্বস্তিদায়ক হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অপরদিকে সিবিআই যখন রাজীব কুমারকে নিজেদের বাগে পেতে চাইছে, তখনই সুপ্রিম কোর্টের শুনানির মুলতবি ঘোষণা সিবিআইকে অনেকটাই কোণঠাসা করে দিল বলে দাবি একাংশের। ফলে আজ রাজীব কুমারকে সিবিআই নিজেদের বাগে পাবে বলে মনে করলেও যেভাবে তাদের 29 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাতে সিবিআইয়ের প্রতীক্ষার প্রহর কবে শেষ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!