এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করিমপুরে লাথি খেয়েও দাপিয়ে বেড়ালেন জয়প্রকাশ, সেভাবে দেখাই মিলল না তৃণমূল প্রার্থীর

করিমপুরে লাথি খেয়েও দাপিয়ে বেড়ালেন জয়প্রকাশ, সেভাবে দেখাই মিলল না তৃণমূল প্রার্থীর

 

রাজনীতিবিদরা শেষ পর্যন্ত ময়দান ছাড়েন না। লড়াইয়ের ব্যাপার থাকলে এবং বিরোধী দল শক্তিশালী হলে শাসককে যে তারা ঘামিয়ে ছাড়বে, তাই ইঞ্চিতে ইঞ্চিতে উপলব্ধি করেন বিশেষজ্ঞরা। দিনভর বিক্ষোভ, হেনস্থার পরও শেষ পর্যন্ত এক বুথ থেকে অন্য বুথে দাপিয়ে বেড়ালেন করিমপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

সেদিক থেকে তৃণমূল এই করিমপুর আসনকে “সেফসিট” বললেও তাদের প্রার্থীকে সেই ভাবে দেখা না যাওয়ায়, নানা মহলে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। জানা যায়, সোমবার সকাল থেকেই করিমপুরের একের পর এক বুথ পরিদর্শন করেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। কিন্তু বেলা এগারোটা বাজতে না বাজতেই নজিরবিহীন ঘটনা ঘটে যায় সেই জয়প্রকাশবাবুর উপর দিয়ে।

প্রথমেই ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে এই বিজেপি প্রার্থী দেখেন যে, সেখানে রান্না করা হচ্ছে। আর তারপরেই কেন এই রান্না করা হচ্ছে! সেই ব্যাপারে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বুথের ভেতরে এক অচেনা যুবকের মোবাইল ফোন দেখতে পান বিজেপি প্রার্থী। যা নিয়েও কমিশনের কাছে অভিযোগও জানান তিনি। পরবর্তীতে সেই মোবাইল বাজেয়াপ্ত করে কমিশন।

ঘটনার পরই বাইরে বেরিয়ে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তার ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটে। কিল, চড়, ঘুষি থেকে শুরু করে তাকে একটি জঙ্গলে লাথি মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। যার পরে রীতিমতো উত্তেজিত হয়ে বাক্য বিনিময় করতে থাকেন করিমপুর বিধানসভা উপনির্বাচনের এই হেভিওয়েট বিজেপি প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জয়প্রকাশবাবুর ওপর প্রকাশ্যে এইভাবে লাথি মারার ঘটনা দেখে বিভিন্ন মহল থেকে তার প্রবল সমালোচনা করা হয়। অনেকেই দাবি করতে থাকেন, এতদিন বিজেপি বারবারই বাংলার গণতন্ত্র ধুলুন্ঠিত বলে অভিযোগ করেছে। কিন্তু সেইভাবে ভোটে হামলার ঘটনা প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার করিমপুরে যেভাবে বিজেপি প্রার্থীকে লাথি মারা হল, তা সত্যিই বাংলার করুন গণতন্ত্রের রূপকেই প্রকাশ্যে এনে দিল বলে দাবি সমালোচক মহলের।

তবে অনেক বিক্ষোভ, চড়, কিল, লাথি খাওয়ার পর বিজেপি প্রার্থী সেইভাবে দাপিয়ে বেড়াবেন না বলে আঁচ করেছিল একাংশ। কিন্তু সেই সমস্ত জল্পনা-কল্পনাকে নিবৃত্ত করে তিনি যে লড়াই দেওয়ার জন্যই করিমপুরে দাঁড়িয়েছেন, তা প্রমাণ করে দিলেন জয়প্রকাশ মজুমদার। একাংশ বলছেন, এইভাবে অতীতে কোনোদিন করিমপুরে কোন বিরোধী দলের প্রার্থীকে দাপিয়ে বেড়াতে দেখা যায়নি। কিন্তু তিনি ভাঙলেও যে মচকাবেন না, তা এদিন তৃণমূলের শক্তঘাঁটি করিমপুরে লড়াই দিতে গিয়ে প্রমাণ করে দিলেন বিজেপি প্রার্থী বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে সেইভাবে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়কে এদিনের নির্বাচনপর্বে দেখা না যাওয়ায় নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু কিছু বুথে ঘুরেছেন সেই তৃণমূল প্রার্থী। তবে বিজেপি প্রার্থী যেভাবে সারাদিন দাপিয়ে বেড়ালেন, সেদিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।

এই প্রসঙ্গে তৃণমূলের দাবি, জয়প্রকাশবাবু নাটক ভালো করতে পারেন। তাই তিনি এই কাজ করেছেন। তৃণমূল করিমপুর আসনে জয়লাভ করেছে। তাই আমাদের নাটক করার প্রয়োজন নেই। মানুষের ওপর আস্থা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ময়দানে এত দাপিয়ে বেড়ালেও শেষ পর্যন্ত জয়প্রকাশবাবুর এত ছুটোছুটি কাজে দেয়, নাকি তৃণমূল প্রার্থীর শান্ত মস্তিষ্ক জয়লাভ করে, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!