এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগের সময়সীমা বেঁধে দিল রাজ্য, জানুন কবে এর শেষদিন?

এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগের সময়সীমা বেঁধে দিল রাজ্য, জানুন কবে এর শেষদিন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগের সময়সীমা নির্ধারণ করে দিল নবান্ন। নবান্ন সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাসের মধ্যেই রাজ্যের সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ সম্পন্ন করে ফেলতে হবে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের ১০ কোটি মানুষের রেশন কার্ড রয়েছে। যাদের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন দিনে প্রায় সাড়ে ৭ লক্ষ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগের কাজ চলছে। এই সংখ্যা দৈনিক অন্তত ১০ লক্ষে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যাতে আগস্ট মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্রুত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগের উদ্দেশ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসনকে। নবান্নের নির্দেশ, প্রতিদিন অন্তত ১০ লক্ষ রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে। দরকার হলে এলাকায় এলাকায় গিয়ে এই কাজের উদ্যোগ নিতে হবে জেলা প্রশাসনকে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক দেশ এক রেশন এর নির্দেশ দেওয়ার পরেই একাজে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। আবার অনেকে মনে করছেন, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগের কাজ শেষ হলেই দ্রুত দুয়ারে রেশন প্রকল্প চালু করা হবে। এদিকে, দুয়ারে রেশন প্রকল্পের জন্যও বেশকিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্য সরকার।

দুয়ারে রেশন প্রকল্পের জন্য ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে আগামী ১ মাসের মধ্যে অন্তত ২ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে। মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী দ্বারা শুরু হবে দুয়ারে রেশন প্রকল্পের কাজ। স্বনির্ভর গোষ্ঠীতে অন্তত ১০ জন করে সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একমাত্র মহিলারাই একাজে অংশগ্রহণ করতে পারবেন বলে, জানানো হয়েছে। এই প্রকল্পের জন্য প্রচুর মানুষের প্রয়োজন হবে। তাই এই প্রকল্পের দ্বারা বহু মহিলার জীবিকা নির্বাহের ব্যবস্থাও করতে চলেছে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!