এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর আবেগে মারাত্মকভাবে বাড়তে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা? আগেভাগেই প্রস্তুতি মমতার?

পুজোর আবেগে মারাত্মকভাবে বাড়তে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা? আগেভাগেই প্রস্তুতি মমতার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস এখনও আয়ত্তে আসেনি। আর এই পরিস্থিতিতে শারদ উৎসবে যদি সেভাবে মানুষ শামিল হয়, তাহলে উৎসবের পর মারাত্মক জায়গায় পৌঁছে যেতে পারে বাংলার করোনা পরিস্থিতি বলে আশঙ্কা করেছিলেন সকলে। কিন্তু হাইকোর্টের রায়ে কোনো রকমে মানুষের সক্রিয়ভাবে দুর্গাপুজোয় অংশগ্রহণের উদ্যোগকে কিছুটা হলেও আটকানো গিয়েছে।

কিন্তু পুজোর মধ্যে যে করোনা ভাইরাস এবং তার সংক্রমণ অনেকটাই বাড়তে পারে, সেই ব্যাপারে আঁচ করে এবার আগাম প্রস্তুতি নিতে শুরু করল রাজ্য সরকার। যার ফলে এবার নানা মহলে তীব্র আশঙ্কা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জরুরী ভিত্তিতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে 1639 নতুন করোনা বেডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে সংকটজনক রোগীদের জন্য 635 টি আইসিইউ বেডের বন্দোবস্ত করা হচ্ছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই রাজ্য সরকারের এই উদ্যোগকে কেন্দ্র করে এবার নানা মহলে আশঙ্কা তৈরি হয়েছে। তাহলে কি পুজোর পরে মারাত্মক জায়গায় পৌঁছে যেতে পারে করোনা ভাইরাস? আর তাই এখন থেকেই বেড বাড়িয়ে তা যাতে আটকানো সম্ভব হয়, তার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য প্রশাসন? জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কলকাতার চিকিৎসকরা একটি চিঠি দিয়েছিলেন। যেখানে দুর্গাপূজায় কড়া বিধি-নিষেধ জারি না করলে বাংলায় পুজোর পর করোনা সংক্রমণ আমি বইতে পারে বলে আশঙ্কা করেছিলেন তারা।

আর এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের রায়দানের ফলে দুর্গাপুজোয় মানুষের সেভাবে সক্রিয় অংশগ্রহণ অনেকটাই আটকানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও উৎসবের মরসুমে মানুষ যে কিছুটা হলেও অংশগ্রহণ করবে তা বলাই যায়। তাই সেই দিকটাতে লক্ষ্য রেখে করোনা ভাইরাস বাড়ার আশঙ্কা করছেন একাংশ। আর তাই এখন থেকেই সমস্ত রকম প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে রাজ্য প্রশাসনকে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, রাজ্য সরকার এখন থেকে করোনা মোকাবিলার জন্য প্রস্তুতি নিলেও তা কতটা আটকানো সম্ভব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!