এখন পড়ছেন
হোম > রাজ্য > অবশেষে বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা, খুশির হাওয়া সর্বত্র !

অবশেষে বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারীরা, খুশির হাওয়া সর্বত্র !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী জানুয়ারি মাস থেকেই মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বিষয়ে বিশেষ ঘোষণার পর গতকাল নবান্ন থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো। যার ফলে আগামী জানুয়ারি মাস থেকেই নিশ্চিত করা হলো মহার্ঘভাতার বিষয়টি। এর ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

প্রসঙ্গত, গত ৩ রা ডিসেম্বর নবান্নে এক কর্মী সংগঠনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন যে, আগামী জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্যর সরকারি কর্মচারীদের। তাঁদের মহার্ঘ ভাতা দেয়া হবে ৩ শতাংশ হারে। এজন্য অতিরিক্ত ২২০০ কোটি টাকা খরচ করতে চলেছে রাজ্য সরকার। এরপর, গতকাল রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বিশেষভাবে উপকৃত হতে চলেছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের আগামী মাসে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে। গতকাল থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নে অর্থদপ্তরের পক্ষ থেকে। যেখানে জানানো হয়েছে যে, যেসব সরকারি কর্মীদের মূল বেতন ২ লক্ষ ১ হাজার টাকার মধ্যে আছে, তাঁরা সকলেই আগামী ১ লা জানুয়ারি থেকে আরও ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

সরকারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মহার্ঘ ভাতা দেওয়ার হার ১২৫% থেকে বৃদ্ধি করে তা ১৩৩ % করা হবে। আবার, আগামী জানুয়ারি মাস থেকে ন্যূনতম মজুরি আইনে বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি ১৭ টাকা করে বাড়ানো হবে। তবে, রাজ্যের সরকারি কর্মীরা জানিয়েছেন যে, সম্প্রতি রাজ্যের ২১ % ডিএ বকেয়া পরে আছে সরকারি কর্মীদের। তাই ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারি কর্মচারীদের কতটা সন্তুষ্ট করবে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!