এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > স্বামীজীর জন্মদিনেও রাজনীতির ছোঁয়া, বিজেপিকে কটাক্ষ হেভিওয়েটের!

স্বামীজীর জন্মদিনেও রাজনীতির ছোঁয়া, বিজেপিকে কটাক্ষ হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ দেশজুড়ে স্বামী বিবেকানন্দের 160 তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। মহাসমারোহে এই দিনটি পালন করছে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সরকার। রাজ্যেও এই দিনটি পালন করা হচ্ছে। আর স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে নাম না করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।

সূত্রের খবর, আজ বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান কলকাতা পৌরসভার মেয়র। এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “ধর্মের সুড়সুড়ি দিয়ে বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করতে চাইছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, আজকের দিনেও এই ধরনের রাজনৈতিক কথোপকথন নিঃসন্দেহে কাম্য নয়। কিন্তু তারপরেও ফিরহাদ হাকিম যে কথা বলেছেন, তা নিয়ে যে যথেষ্ট চর্চা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!