এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল রায়ের ছায়ায় পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করলো বিজেপি সমর্থিত এক সংগঠন

মুকুল রায়ের ছায়ায় পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করলো বিজেপি সমর্থিত এক সংগঠন


বাংলার সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখেই বিজেপি রাজ্যে শুরু করতে চলেছে ২৪ ঘন্টার সুবিধাযুক্ত ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এক সংগঠন।মূলত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দফতরকে চ্যালেঞ্জ জানবার উদ্যেশেই গঠিত করা হয়েছে ‘অরাজনৈতিক’ এই সংগঠনটি।

আমাদের ফেইসবুক পেজে নতুন নিউস পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে। সব পোস্ট করাও যাচ্ছে না। তাই দয়া করে নতুন নিউস পড়তে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ এ http://bengali.priyobandhu.com

এই সংগঠনের মূল উদ্দেশ্যই হলো রাজ্যের দুঃখী,নিঃস্ব এবং দুস্থ মানুষের এই ব্যবস্থার উপকার করা।এবং তার জন্য বিজেপি শিবিরের পক্ষ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা।যেমন কলকাতা সহ পাঁচটি জেলায় গঠিত করা হয়েছে কন্ট্রোল রুম,অ্যাম্বুলেন্স ব্যবস্থা এবং হেল্প ডেস্ক।পাশাপাশি নানান প্রান্তীয় অঞ্চল থেকে কলকাতায় আসা সকল রোগী এবং রোগীর পরিবারের জন্য করা হবে থাকা এবং খাবার ব্যবস্থা।সংগঠনের সকল ব্যবস্থার বিষয়ে মিশনের সভাপতি ইন্দ্রজিৎ সিনহা বলেন,‘‘রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষকে যেমন সহায়তা করা হবে৷ তেমনই, চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের যে সব প্রকল্প রয়েছে, সে সব বিষয়েও আমাদের প্রচার চলবে৷’’

এই মিশন প্রসঙ্গে মিশ্রনের ইন্দ্রজিৎবাবু বলেন, ‘‘মুকুল রায়ের অনুপ্রেরণা, সহযোগিতায় তৈরি এই সংগঠন বাংলার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য ২৪ ঘণ্টা কাজ করবে৷ এই সংগঠনে ২২ জনের কমিটি গঠন করা হয়েছে৷’’পাশাপাশি ড:শ্যামাপ্রসাদ স্বাস্থ্য মিশনকে অরাজনৈতিক বলার বিষয়ে ইন্দ্রজিৎবাবু বলেন, ‘‘বাংলার মানুষের চিকিৎসা পরিষেবার স্বার্থে ড: শ্যামাপ্রসাদ স্বাস্থ্য মিশনে কোনও রং দেখা হবে না৷ এই সংগঠন অরাজনৈতিক৷’’

রাজনৈতিক মহলের একাংশের দাবি,যেহেতু মুকুল রায়ের অধিনায়কত্বে গঠিত হচ্ছে এই সংগঠন তাই আশঙ্কা যে এই মিশনের নিশানায় সব সময় থাকবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দফতর এবং রাজ্য শাসকদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!