এখন পড়ছেন
হোম > জাতীয় > মেগা বৈঠক হলেও মূল বিষয় নেই আলোচ্যসূচিতে, বিজেপির উদ্যোগ নিয়ে প্রশ্ন দলের অন্দরেই!

মেগা বৈঠক হলেও মূল বিষয় নেই আলোচ্যসূচিতে, বিজেপির উদ্যোগ নিয়ে প্রশ্ন দলের অন্দরেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবি হওয়ার পর এই প্রথম বৈঠকে বসছে রাজ্য বিজেপি। যেখানে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতাদের। স্বাভাবিক ভাবেই 200 আসনের টার্গেট নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই করা ভারতীয় জনতা পার্টি মোটে 77 টি আসনে জয়লাভ করেছে। আর তারপরেই এভাবে কেন ভরাডুবি হল এবং কেন দল ক্ষমতা দখল করতে পারল না, তা নিয়ে নেতাদের মধ্যে নানা প্রশ্ন এবং আলোচনা হয়েছে।কিন্তু সেভাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্য নেতাদের আলোচনা এবং পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে মঙ্গলবার সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। যার দিকে তাকিয়ে আছে বিজেপির অনেক নীচুতলার কর্মী-সমর্থকরা‌।

কেননা এই বৈঠক থেকেই বেশ কিছু বিষয় উঠে আসতে পারে। সেদিক থেকে ভোটের ফলাফল খুব একটা ভালো না হওয়ার জন্য যারা দায়িত্বে ছিলেন, তাদের সরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর এই গুরুত্বপূর্ণ বৈঠকে সেই ভরাডুবি হওয়ার কারণ নিয়ে আলোচনা হবে বলে মনে করা হলেও, তার কোনো বিষয় নেই বিজেপির আজকের আলোচ্যসূচিতে‌। স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের এই বৈঠক এবং তার আলোচ্যসূচি ঘিরে এখন নানা মহলে প্রশ্ন তৈরি হতে শুরু করেছে।

সূত্রের খবর, আজ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু সেই বৈঠকে প্রথমেই ভোটের ভরাডুবির বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হয়েছিল। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ভোটের ভরাডুবির বিষয়টি বিজেপির এদিনের বৈঠকের আলোচ্যসূচীতে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই কি নিয়ে তাহলে এই বৈঠক? ভরাডুবির পর প্রথম বিজেপির এদিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেদিক থেকে সামনে এগিয়ে যেতে হলে অতীতের বিষয়টি কি করে অস্বীকার করবে গেরুয়া শিবির, এখন সেটাই নানা মহলে প্রশ্নের আকার ধারণ করেছে।যদিও বা এই প্রসঙ্গে অন্য যুক্তি দেখাতে দেখা যাচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্বকে।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “আমাদের দলের রাজ্য কমিটির বৈঠকে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রস্তাব ছাড়া আর কিছু আলোচনার প্রথা নেই। এর বাইরে কারও কিছু বলার থাকলে তিনি রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বকে লিখিতভাবে রিপোর্ট দিতে পারেন।” আর এখানেই প্রশ্ন, 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠন করার আশা রেখেছিল ভারতীয় জনতা পার্টি। এমনকি বাংলা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মনে তৈরি হয়েছিল আশা।

যার জেরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে মাঝেমধ্যেই বাংলা সফয করতে দেখা গিয়েছে। কিন্তু তার পরেও যখন জয়লাভ করা সম্ভব হয়নি, তখন ভরাডুবি কারণ নিয়ে বিজেপির সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দলে আলোচনা হবে, এটাই আশা করা যায়। কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ মেগা বৈঠকের আগে সেই বৈঠকের আলোচ্যসূচিতে ভরাডুবি হওয়ার বিষয় উল্লেখ নেই বলেই জানা গেল। যার ফলে কিছুটা হলেও হতাশ দলের অনেক নীচুতলার কর্মী সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, যদি এই ভরাডুবি নিয়ে বিজেপির এই মেগা বৈঠকে আলোচনা হয়, তাহলে কাদা ছোড়াছুড়ির মত পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন, তাদের নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে রাজ্য নেতৃত্বের একাংশ। যার ফলে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতে রাজ্যের সংগঠনের বেহাল দশা সামনে চলে আসতে পারে। আর সেই সমস্ত কারণেই ভোটে ভরাডুবির বিষয়টি বিজেপির এই মেগা বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হিসেবে রাখা হয়নি।

তবে এই সমস্ত বিষয় যদি রাখা হত, তাহলে আগামী দিনে সংগঠনকে আরও চাঙ্গা করতে নেতৃত্ব ভালোমত পদক্ষেপ গ্রহণ করতে পারত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।তবে যে কোনো কারণেই হোক, আলোচ্যসূচিতে ভরাডুবির বিষয়টি না থাকায় মঙ্গলবারে বিজেপির এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!