এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি নিয়ে অশোক দেবের বিরোধিতা হেভিওয়েট তৃণমূল সাংসদের

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি নিয়ে অশোক দেবের বিরোধিতা হেভিওয়েট তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের অপসারনের দাবিতে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানাকে চিঠি দিয়েছেন। তাঁর এই পদক্ষেপের বিরোধিতা করলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি জানালেন, কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব যা করেছেন, তা তিনি ঠিক করছেন না। বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।

সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানাকে চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। তৃণমূল বিধায়ক অশোক দেব তাঁর এই চিঠিতে অভিযোগ করেছেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে। গত ১৭ ই মে রাজ্যের ৪ হেভিওয়েটের জামিনের স্থগিতাদেশ, মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীর হলফনামার প্রসঙ্গ, নন্দীগ্রাম মামলার প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি এই চিঠিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন রাজ্য বার কাউন্সিলের চারজন সদস্য কৈলাস তামোলি, সমীর পাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মিহির দাস। তাঁরা অভিযোগ করেছেন, তাঁদেরকে না জানিয়েই এই চিঠি দেয়া হয়েছে নিয়ম বহির্ভূত ভাবে। বার কাউন্সিলের লেটারহেড, স্টাম্প ব্যবহার করা হয়েছে এই চিঠিতে। এটি অশোক দেবের একান্ত ব্যক্তিগত মতামত, এরসঙ্গে বার কাউন্সিলকে জড়িয়ে দেওয়া উচিত নয়।

এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্য সরকারকে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযুক্ত করেছেন বলেই, তৃণমূল বিধায়ককে দিয়ে বার কাউন্সিলকে ব্যবহার করে তাঁর অপসারণের দাবি করা হয়েছে। এবার, এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি জানালেন, তৃণমূল সাংসদ হিসাবে তিনি বলতে চান যে, অশোক দেব যা করছেন, তা তিনি ঠিক করছেন না। বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হচ্ছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা নিম্ন আদালত কোন ক্ষেত্রেই তা ঠিক নয়। অশোক দেবকে তিনি সম্মান করেন। কিন্তু তিনি যেভাবে চিঠি দিয়েছেন, তা ঠিক হয়নি। এবিষয়ে এখনো কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি তৃণমূল বিধায়ক অশোক দেবকে।

তৃণমূল বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারী প্রমুখরা যোগদান করেছেন বিজেপিতে। এখনো তবে এখনো তৃণমূলেই রয়েছেন দিব্যেন্দু অধিকারী। তবে, তৃণমূলে থেকে গেলেও, দলের সঙ্গে তেমন একটা ঘনিষ্ঠতা নেই তাঁর। তাঁর আগামী দিনের পদক্ষেপ নিয়ে নানা জল্পনা রয়েছে। এই পরিস্থিতিতে তাঁর এই বক্তব্য যথেষ্ট তাৎপযপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!