এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গঙ্গাসাগর মেলা নিয়ে কি মত বিজেপির? স্পষ্ট করলেন শুভেন্দু!

গঙ্গাসাগর মেলা নিয়ে কি মত বিজেপির? স্পষ্ট করলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় জনসমাগম করা উচিত নয়। কিন্তু তার মাঝেই রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সবুজসংকেত। আর এই পরিস্থিতিতে অনেকেই এই গঙ্গাসাগর মেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। তবে এবার এই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে মানুষের স্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তার পৈত্রিক ভিটেতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দেন তিনি। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলার ব্যাপারে বিজেপির অবস্থান স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বিজেপি কখনও বলেনি যে, গঙ্গাসাগর মেলা করার প্রয়োজন নেই। আবার কখনও এটাও বলেনি যে, গঙ্গাসাগর মেলা করতে হবে। কিন্তু এইসব করতে গিয়ে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই রাজ্য সরকার মানুষের স্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এই কথা বলে দলের অবস্থান স্পষ্ট করে দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন, মানুষের স্বাস্থ্যের সঙ্গে কম্প্রোমাইজ করা কোনোমতেই উচিত নয়। তাই সব দিক খেয়াল রেখে যদি গঙ্গাসাগর মেলা হয়, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু রাজ্যের বর্তমান সরকার সেদিকে মনোনিবেশ করছে না বলেই নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!