এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বদলাচ্ছে ইউ টিউবের পলিসি, জেনে নিন কি পলিসি আনছে সবচেয়ে বড় ভিডিও সংস্থা

বদলাচ্ছে ইউ টিউবের পলিসি, জেনে নিন কি পলিসি আনছে সবচেয়ে বড় ভিডিও সংস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনলাইন ভিডিও মাধ্যম বা ভিডিও সংস্থা রূপে ইউটিউবের জুড়ি মেলা ভার। কি নেই এই ইউটিউবে? শিক্ষাদিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, বিনোদন, সিনেমা সহ অন্যান্য ভিডিওর বিরাট সম্ভার হলো ইউটিউব। বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে, এবার থেকে ইউটিউব তার পলিসিতে বেশ কিছু বদল আনতে চলেছে। আগামী মাস থেকেই ইউটিউবের পলিসিতে আসতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন।

সম্প্রতি ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইউটিউব এবার নতুন পলিসি আনতে চলেছে, যদিও তা পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই চালু হয়ে গেছে। তবে ভারতের ক্ষেত্রে যা এখনো চালু হয়নি। আগামী ১ লা জুন থেকে ভারতের ক্ষেত্রে নতুন পলিসি চালু করতে চলেছে ইউটিউব। নতুন পলিসিতে জানানো হচ্ছে যে, আগামী পহেলা জুন থেকে কোন ব্যক্তির অনুমতি না নিলে তার তথ্য বা তার মুখ নিজের ভিডিওতে কখনোই দেখানো যাবে না। এই শর্তটি ইতিপূর্বেও ইউটিউব চালু করেছে। তবে, তাতে তেমন কোন কঠোরতা ছিলনা। কিন্তু আগামী মাস থেকে এই শর্ত কঠোর করে দিতে চলেছে ইউটিউব।

আগামী পহেলা জুন থেকে ইউটিউবে প্রদর্শিত সমস্ত ভিডিওকে মনিটাইজ করবে ইউটিউব সংস্থা। একমাত্র ইউটিউব পার্টনার প্রোগ্রাম ছাড়া ইউটিউবে প্রদর্শন করা সমস্ত ভিডিও ও সমস্ত বিজ্ঞাপনকে এবার থেকে মনিটাইজ করা হবে। আবার এই দিন থেকে ইউটিউবে নতুন ট্যাক্স পলিসি চালু হতে চলেছে। নতুন ট্যাক্স পলিসির ফর্ম ইউটিউবের কাছে দাখিল না করলে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উপার্জন করা অর্থের ২৪% কেটে নেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ইউটিউবে ভিডিও প্রদর্শন করলে সেই ভিডিওর সঙ্গে থাকা বিজ্ঞাপন বা সুপার চ্যাট থেকে যদি অর্থ আসে, তবে ইউটিউব অ্যানালিটিক্যালে তিন দিনের মধ্যে এই তথ্য জানিয়ে দেয়া হয়। এই নিয়মে কিছু পরিবর্তন এবার আসতে চলেছে। ১ লা জুনের পর থেকে ইউটিউবে আপলোড করা কোন ভিডিও থেকে অর্থ উপার্জন হলে তা ৭ থেকে ১০ দিন সময়ের মধ্যে ইউটিউব অ্যানালিটিক্যালে আপডেট করা হবে।

আবার ইউটিউবে প্রদর্শিত ভিডিওতে থাকা বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলতে দেখা গেছে বহু মানুষকে। তাই এবার এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ইউটিউব। ভিডিওতে থাকা কোন বিজ্ঞাপন যদি অপছন্দ হয় বা অপ্রয়োজনীয় বলে মনে হয়, তবে তার বিরুদ্ধে রিপোর্ট করা যাবে ইউটিউবে। এখন থেকে ভিডিওর সঙ্গে একটি আই বাটন বা ইনফর্মেশন বাটন থাকতে চলেছে।

এই বাটনে ক্লিক করলেই এই বিজ্ঞাপন সম্পর্কে সমস্ত কিছু তথ্য জানা যাবে। এই বিজ্ঞাপন পছন্দ না হলে তার বিরুদ্ধে রিপোর্ট করা যাবে। বিজ্ঞাপন বদলে দেবার ব্যবস্থাও করতে চলেছে ইউটিউব। ইতিপূর্বে, মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপের পলিসি বদলের কথা শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপের পলিসি বদল নিয়ে যথেষ্ট চাপান উতোর শুরু হয়েছিল। আর এবার পলিসি বদল হতে চলেছে ইউটিউব। ইউটিউবের পলিসি বদল নিয়েও তেমন ঘটনা ঘটে কিনা? সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!