এখন পড়ছেন
হোম > খেলা > মেসি-জল্পনায় নয়া মোড় বিশ্ব ফুটবলে! এই সিজনে কোন দলে শেষপর্যন্ত চূড়ান্ত করে ফেললেন তাঁর বাবা!

মেসি-জল্পনায় নয়া মোড় বিশ্ব ফুটবলে! এই সিজনে কোন দলে শেষপর্যন্ত চূড়ান্ত করে ফেললেন তাঁর বাবা!


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- এখন ফুটবল জগতে একটাই জল্পনা মেসি বার্সাতেই থাকছেন নাকি ফ্রি এজেন্ট হিসাবে অন্য ক্লাবে যাবেন। তবে সেই প্রশ্নের উত্তরে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে মেসির বাবা জর্জে বলেছিলেন, বার্সাতেও কিন্তু থেকে যেতে পারেন মেসি। আর সেই নিয়েই আবারও নতুন করে জল্পনা শুরু হয়েছিল। কারণ মেসির সমস্যার কথা ভেবেই কিন্তু বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তামিউয়ের সঙ্গে তিনি আলোচনায় বসেছিলেন।

অন্যদিকে বার্সাও জানিয়ে দিয়েছিল যে এখনই তারা মেসিকে ফ্রী এজেন্ট রূপে ছেড়ে দিতে রাজি নয়। কারণ সেটা যদি করতেই হয় তবে যে ক্লাব তাঁকে কিনবে তাদেরকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার বার্সাকে দিতে হবে, যা কার্যত অসম্ভব ছিল। তবুও ইউরোপের বিভিন্ন ক্লাবের মেসিকে কেনার জল্পনা ছিল। সেই তালিকায় পিএসজি, ম্যানসিটি, জুভেন্তাস সহ একাধিক ক্লাবের নাম উঠে এসেছিল। মেসির সঙ্গে নাকি তাদের রীতিমতো কথাবার্তাও প্রায় হয়ে গেছিল বলেই জানা যায়। সুতরাং মেসি যে বার্সাতে থাকবেন না সেটা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল। তবে এবার স্বয়ং মেসির একটি সাক্ষাৎকার সেই জল্পনায় শেষ পেরেক পুতেছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বার্সা রাজপুত্র বলেন যে, পুরোনো ক্লাবের জার্সি পরেই আগামী মরশুমে খেলবেন তিনি। আর যাই হয়ে যাক, এই সিদ্ধান্ত তিনি বদল করবেন না। একটা সময় ক্লাব ছেড়ে যেতে চাইলেও এবার দলকে নিজের সেরাটা দেবেন বলে ঠিক করেছেন তিনি। তিনি সব সময় চেয়েছেন জিততে। একজন শ্রেষ্ঠ তারকা হিসেবে হারতে তাঁর কখনোই ভালো লাগেনা। তাই পুরনো কথা ভুলে গিয়ে শেষের কয়েকটা দিন তিনি পুরনো ক্লাবকেই দিয়ে যেতে চান। সেই সঙ্গে তাঁর নিজের দল এবং নিজের ড্রেসিংরুমকে যে তিনি কতটা ভালবাসেন, সে কথাই তিনি জানিয়েছেন।

তিনি আরো বলেন যে, তিনি যখন দল ছেড়ে যেতে চেয়েছিলেন তখন ক্লাবের কর্তারা বলেন সময়সীমা উত্তীর্ণ হয়ে যাবার আগে তিনি কেন সে কথা জানাননি। ফলত এই মরশুমে আর তাঁর চলে যাওয়ার কোন জায়গা নেই। কিন্তু মেসির কথায় সেই সময় লা লিগা চলছিল এবং তার মধ্যে এমন কথা বলা যায় কিনা, এমন আবেদন করা যায় কিনা তিনি সেটাই ভেবে উঠতে পারেননি। অন্যদিকে চুক্তি অনুযায়ী তাঁকে ছেড়ে দেওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থ আপাতত কোন ক্লাব দিতে পারবে বলেই তিনি মনে করতে পারছেন না। সুতরাং তাঁর ইচ্ছে থাকলেও তাঁর মনে হয়েছে এবারের জন্য থেকে যাওয়াটাই হয়ত বুদ্ধিমানের কাজ হবে। তবে তিনি একথাও জানিয়ে দিয়েছেন যে, তিনি নিজের ইচ্ছের মালিক। সুতরাং তিনি ইচ্ছে করলেই ক্লাব ছেড়ে যেতে পারেন। সেক্ষেত্রে কোনকিছুই বাধা হয়ে দাঁড়াবে না। তবে তাঁর শেষের এই কথায় কোথাও কি উল্টোপুরাণের কোন ইশারা রয়ে গেল? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!