এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > কংগ্রেস বিধায়কদের আজ তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী

কংগ্রেস বিধায়কদের আজ তৃণমূলে যোগদান নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী


ফের একবার অধীরের ঘর ভাঙলেন মমতা বন্দোপাধ্যায়। জল্পনা আগে থেকেই চলছিল আর আজ সেই জল্পনাকে সত্যি করে অধীর ঘনিষ্ঠ আবু তাহের,আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন ও সমর মুখার্জি তৃণমূলের পতাকা ধরলেন। একের পর এক বিধায়ককে দলে নিয়ে কার্যত কংগ্রেসকে ধূলিসাৎ করার খেলায় মেতেছে তৃণমূল। শুভেন্দুঅধিকারী অনেক আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি অধীরবাবুকে একা করে দেবেন। কেউ থাকবে না কার্যত বাংলা থেকে কংগ্রেসকে কংগ্রেসের কোন চিহ্নই রাখবেন না আর আজ সেই হুঁশিয়ারিকে সত্যি করেই তৃণমূলে যোগ দিলেন অধীর ঘনিষ্ঠ আবু তাহের ও আখরুজ্জামান শো অনেক কংগ্রেস কর্মী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কর্মীদের একের পর এক এভাবে চলে যাওয়ায় তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। স্পষ্ট জানালেন কংগ্রেস কর্মীদের দলে টানার জন্য ‘ক্যারট অ্যান্ড কেন’ এই নীতি নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস। বাংলায় একটা প্রবাদ আছে সামনে গাজর ঝুলিয়ে রেখে প্রথমে ঘোড়াকে লোভ দেখেন হয় ঘোড়া সেই লোবে এগিয়ে যেতে থেকে কিন্তু আদতে কোনো লাভ হয়না।

ঠিক তেমনি অবস্থা হতে চলেছে কংগ্রেস কর্মীদের সঙ্গে। কংগ্রেস কর্মীদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে ঠিক এমনই প্রবাদকে উল্লেখ করে কংগ্রেস সভাপতি জল্পনা বাড়ালেন। পাশাপাশি তিনি দাবি করলেন তৃণমূলের তরফে ভয় দেখিয়ে কংগ্রেস জনপ্রতিনিধিদের দলে টেনে নিচ্ছে তৃণমূল। প্রসঙ্গত এদিন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতেও বহু কংগ্রেসের নেতা ওকর্মী এবং অধীর ঘনিষ্ঠ নীলাঞ্জন রায় বিজেপিতে যোগদান করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!