এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটের দিন রাজ্যজুড়ে চলল ‘রক্তের হোলি’ অভিযোগে আদালতের পথে বিরোধীরা

ভোটের দিন রাজ্যজুড়ে চলল ‘রক্তের হোলি’ অভিযোগে আদালতের পথে বিরোধীরা


পঞ্চায়েত নির্বাচন সমাপ্তির পরবর্তীতে শুরু হলো নতুন বিপত্তি। জানা গেছে বিরোধীরা এবার হাইকোর্টে নির্বাচন বাতিলের দাবিতে মামলা দায়ের করবে। বিরোধী দলের মধ্যে এই দাবিতে সামিল হয়েছে বিজেপি এবং বাম শরিক দল সিপিএম। আবারও আদালতের যাওয়ার কারণ হিসেবে তাঁদের দাবি পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিচ্ছিন্ন অংশের সন্ত্রাসের জেরে ভোটারদের ভোটদানের ক্ষেত্রে নানা বাধা এসেছে। কোথাও কোথাও ভোটাধিকার প্রয়োগ করতেও ব্যর্থ হয়েছেন ভোটারেরা। স্বাধীন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেহেতু সকলের রয়েছে তাই এই সুযোগ পঞ্চায়েত নির্বাচনের দিন ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ ভোটারদের পুণরায় করে দেওয়ার দাবি জানিয়ে এই মামলা করা হবে বলে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পঞ্চায়েত নির্বাচনের দিনে রাজ্যে হিংসার ঘটনা স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। যেগুলোকেই সম্বল করে বিরোধী শিবির প্রতিবাদ জানাচ্ছে। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্যে যদি প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনীর অভাব ছিলো তাহলে একাধিক বার কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাব দেওয়া সত্বেও কেনো রাজ্য সরকার তা অনুমোদন করলো না। সূত্রের খবর অনুয়ারী জানা গিয়েছে এবারে পঞ্চায়েত নির্বাচনে সব দল মিলিয়ে হতাহতের সংখ্যা ১১ জন। এছাড়াও মনোনয়ন পর্বে এই সংখ্যা ছিলো প্রায় ১৯ জন। নির্বাচনের দিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, “সন্ত্রাসের ছবি দিয়েই আমরা ভোট বাতিলের দাবি জানাব। এই ভোট বৈধ নয়।” একই দাবি কংগ্রেস এবং সিপিএমের ও। এখন দেখার বিষয় হলো আদালতে মামলা দায়ের হলে , সব দিক বচার বিবেচনা করে আদালত কী সিদ্ধান্ত নেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!