এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অবশেষে কি বিজেপিতে অধীর চৌধুরী? দুই ঘনিষ্ঠের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে

অবশেষে কি বিজেপিতে অধীর চৌধুরী? দুই ঘনিষ্ঠের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে। এর আগে বঙ্গ-বিজেপির একাধিক শীর্ষনেতা প্রকাশ্যেই অধীর চৌধুরীকে গেরুয়া শিবিরে যোগদানের আহ্বান জানান। এমনকি তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা শুভেন্দু অধিকারীও জল্পনা বাড়িয়ে বলেন, অধীর চৌধুরীর বিজেপিতে যোগ দেওয়া নাকি সময়ের অপেক্ষা। কিন্তু অধীরবাবু প্রতিবারেই স্পষ্ট করে দিয়েছেন তিনি কংগ্রেসেই থাকছেন – বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু কিছুদিন আগেই অধীর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হুমায়ুন কবীর বিজেপিতে যোগদান করেন। আর গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি একদিকে যেমন জানান রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গেলে বিজেপি ছাড়া গতি নেই। অন্যদিকে, তিনি অধীরবাবুকেও বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান। আর তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, হুমায়ুন কবীরকে বিজেপিতে পাঠিয়ে আসলে অধীর চৌধুরী ‘ইঁট’ পেতে রাখলেন।

অন্যদিকে আজ মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন অধীর চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়। আর যোগদানের পরেই তিনি বলেন, অধীররঞ্জন চৌধুরি আমার নেতা ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যেভাবে অধীরবাবু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁর মর্যাদা হাইকম্যান্ড দেয়নি।

এরপরেই বিস্ফোরকভাবে নীলাঞ্জনবাবু আরো বলেন, কংগ্রেস বিধায়করা তৃণমূলের হাতে মার খাচ্ছেন, কংগ্রেস বিধায়কদের উপর তৃণমূলের হার্মাদরা হামলা করছে আর সেইসময় কংগ্রেসের হাইকম্যান্ড দিল্লিতে দালালি করছে! আর ইফতার পার্টিতে তৃণমূলকে নিয়ে বলছে আগামীদিনে জোট করতে হবে। আমরা এই বালুরঘাট থেকে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বিজেপিতে যোগ দিচ্ছি।

একে তো আগেই অধীরবাবুর ঘনিষ্ঠ হুমায়ুন কবীরের মন্তব্য ঘিরে জল্পনা ছিল। কিন্তু আজ গেরুয়া শিবিরে যোগ দিয়েই অপর অধীর চৌধুরী ঘনিষ্ঠ নেতা নীলাঞ্জন রায় অধীর চৌধুরী সম্পর্কে ‘ভবিষ্যতেও আমার নেতা থাকবেন’ বলাতেই রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়ে গেছে তাহলে কি গেরুয়া শিবিরে অধীরবাবুর পা আগামীদিনে পড়তে পারে। নাকি গেরুয়া শিবিরে এলেও অধীরবাবুকে যে সমমনা তিনি আগে করতেন সেটাই বজায় থাকবে বোঝাতে চেয়েছেন। যদিও অধীরবাবু নিজে এই নিয়ে এখনো সরকারিভাবে কিছু বলেননি। কিন্তু নীলাঞ্জনবাবুর ওই একটি মন্তব্যই রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিয়েছে হাজার গুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!