এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধারে মাওবাদীদের সঙ্গে যোগসাজশ তৃণমূলের? বিস্ফোরক দিলীপ ঘোষ!

জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধারে মাওবাদীদের সঙ্গে যোগসাজশ তৃণমূলের? বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে বাংলার গেরুয়া শিবির তৃণমূল শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে মাওবাদী যোগের। একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই অভিযোগ আরো প্রবলতর হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ওপরে সম্প্রতি তৃণমূল শিবিরে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন একসময়ের মাওবাদী সদস্য বর্তমানে জেল থেকে ছাড়া পাওয়া ছত্রধর মাহাতো। তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর থেকেই শাসক দলের প্রতি বিজেপির মাওবাদী যোগ অভিযোগ আরো গতি পেয়েছে।

সম্প্রতি ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় ধারাবাহিকভাবে বেশ কিছু পোস্টার উদ্ধার হয়, যেখানে মাওবাদীর নাম রয়েছে। আর তারপরেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আবার অভিযোগ করলেন, একুশের বিধানসভা নির্বাচন জেতার জন্য তৃণমূল শিবির সাহায্য নিচ্ছে মাওবাদীদের। প্রসঙ্গত জঙ্গলমহলে 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই জমি হারায় তৃণমূল। সে জায়গায় এলাকা দখল করে গেরুয়া শিবির। এদিন এক অনুষ্ঠানে বঙ্গ বিজেপি সভাপতি অভিযোগ করেন, মাওবাদীদের বর্তমানে সক্রিয় করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাওবাদীদের নামে ভয় দেখিয়ে এলাকায় আতংক সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। 2019 এর লজ্জাজনকভাবে জঙ্গলমহলে পতনের পর একুশের নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন, জঙ্গলমহলকে পুনরুদ্ধার করতে হবে। দিলীপ ঘোষের বক্তব্য, বিহারের মতন জায়গায় ভোট করানোর সময় কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। সে জায়গায় রাজ্য সরকার কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছেননা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং সে প্রসঙ্গে তিনি এর পেছনে তৃণমূলের বিশেষ কোন উদ্দেশ্য আছে বলে আশংকা প্রকাশ করেছেন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন, বাংলায় বিজেপি নেতা খুন হওয়া নিয়ে। এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানিয়ে দেন, একুশের নির্বাচনে গেরুয়া শিবিরের জয় অবশ্যম্ভাবী। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঞ্চল হয়ে দাঁড়াতে চলেছে। সেক্ষেত্রে তৃণমূল শিবিরের কাছে জঙ্গলমহল ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে। অন্যদিকে গেরুয়া শিবিরের লক্ষ্য জঙ্গলমহলের অধিকার বজায় রাখা। এই অবস্থায় আগামী দিনে জঙ্গলমহল নিয়ে টানাটানির লড়াই যে অন্যতম হতে চলেছে সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!