এখন পড়ছেন
হোম > রাজ্য > গুড়িয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস, অভিযোগের তীর তৃণমূলের দিকে

গুড়িয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বৃহস্পতিবার কোচবিহার-১ ব্লকের চান্দামারী বাজারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি শিবিরের অভিযোগ অনুসারে এদিন সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে। শুধু তাই নয় স্থানীয় মণ্ডল সভাপতি প্রাণেশ রায় কে মারধর সহ তাঁর দোকানও তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঙচুর করে বলে বিজেপির অভিযোগ। এদিকে তৃণমূল কর্মীরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে যে এই ঘটনার অল্প সময়ের মধ্যেই বিজেপির দলীয় কর্মীরা চান্দামারী এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে  বিজেপি ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দুটি বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় কার্যতই চান্দামারী বাজার ও সংলগ্ন এলাকা সন্ত্রস্ত । অন্যদিকে বিজেপির অভিযোগ অনুসারে , বুধবার কোচবিহারের-১ নম্বর ব্লকের চান্দামারি বাজারে বিজেপির একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই সময় থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বিজেপি দলীয় কর্মীদের নানা প্রকার হুমকি দিতে আরম্ভ করে বলে বিজেপির অভিযোগ। এই বিষয়ে বিজেপির স্থানীয় নেতা সঞ্জীব দে মুখ খুললেন। তিনি বললেন, ”গতকাল থেকেই বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে, তাঁদের মারধর করা হচ্ছে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা হচ্ছে না।”অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে দু পক্ষই দাবি করছে নিজেরাই নিজেদের পার্টি অফিস ভেঙে অন্যের নাম দোষ দিচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!